HomeWest BengalTMC: বিধায়ক জুন মালিয়ার বিরুদ্ধে নেতৃত্বের কাছে নালিশ সংখ্যালঘু সেল সভাপতির

TMC: বিধায়ক জুন মালিয়ার বিরুদ্ধে নেতৃত্বের কাছে নালিশ সংখ্যালঘু সেল সভাপতির

- Advertisement -

মেদিনীপুর: পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই নানা ভাবে জর্জরিত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)৷ এদিকে নিয়োগ দুর্নীতি, কয়লা চুরি, গরুপাচারের মতো ঘটনা বেকায়দায় শাসকদল৷ অন্যদিকে, প্রায় ১১ বছর ধরে শাসকদলের শাসনে ক্ষিপ্ত বাংলার গ্রাম৷ অবহেলা, স্বজনপোষনের ঘটনায় শাসকদলের নেতারা রীতিমতো বিব্রত৷

তার উপর দলীয় কোন্দলের জেরে বেজায় সমস্যায় পড়েছে মমতা-অভিষেক অ্যান্ড কোম্পানি৷ দিকে দিকে নেতা-নেত্রীরা একে অপরের বিরুদ্ধে নালিশ-পালটা নালিশ পৌঁছচ্ছে দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে৷

   

দলীয় কোন্দলের আঁচ এবার আছড়ে পড়ল পশ্চিম মেদিনীপুরে৷ দলের বিধায়ক জুন মালিয়ার বিরুদ্ধে জেলা সভাপতির কাছে নালিশ জানালেন তৃণমূলের মেদিনীপুর শহরের সংখ্যালঘু সেলের সভাপতি মোজাম্মেল হোসেন। তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, তাঁকে না জানিয়েই তাঁর ওয়ার্ডে গিয়ে খোঁজ-খবর করতে যান জুন মালিয়া। সেখানে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কৃত তৃণমূল নেতার সঙ্গে কথা বলেন বিধায়ক।

তৃণমূল কর্মীদের একাংশ তাতে ক্ষোভ প্রকাশ করে স্লোগান দিতে শুরু করে। তখনই তড়িঘড়ি এলাকা থেকে বেরিয়ে যান জুন মালিয়া। এনিয়ে জেলা সভাপতির কাছে নালিশ জানিয়েছেন তৃণমূলের মেদিনীপুর শহরের সংখ্যালঘু সেলের সভাপতি মোজাম্মেল হোসেন। আর তা নিয়েই জেলা তৃণমূল কংগ্রেসে রীতিমতো হইচই পড়ে গিয়েছে৷

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular