Afghanistan: কথা রাখল তালিবান জঙ্গিরা, তারা প্রতিশ্রুতি রক্ষায় মরিয়া

Afghanistan ক্ষমতায় দ্বিতীয় দফা আসার পর একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল Taliban জঙ্গিরা। সেই প্রতিশ্রুতি রাখতে তারা মরিয়া।

afghan female students

আফগানিস্তানের (Afghanistan) ক্ষমতায় দ্বিতীয় দফা আসার পর একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান (Taliban) জঙ্গিরা। সেই প্রতিশ্রুতি রাখতে তারা মরিয়া। সবমিলে তারা নিজের অবস্থানে অনড়।

কথা রাখল তালিবান সরকার। পূর্ব ঘোষণা অনুযায়ী আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে কোনও নারী পড়তে পারবে না এই নীতি তাদের। বিশ্ববিদ্যালয়ে আফগান নারীরা পড়তে পারবেন না সেই ঘোষণা আগেই করেছিল তালিবান সরকার। এবার নারী পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবিসির খবর, আফগান ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করার সিদ্ধান্ত এক মাস আগে নেয় তালিবান সরকার। এবার দেশটির শিক্ষা মন্ত্রক বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বন্ধের নির্দেশ দিয়েছে।

তালিবান জঙ্গি পরিচালিত সরকারের উচ্চ শিক্ষামন্ত্রক জানিয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান নারীদের উপর নিষেধাজ্ঞার নির্দেশ মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশে ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাওয়া ভর্তি পরীক্ষায় নারীদের অংশ নেওয়ার সুযোগ বন্ধের কথা বলা হয়েছে। উচ্চ শিক্ষা থেকে নারীদের দূরে রাখা তালিবান নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।