‘জিন্স পরা মেয়েরা মদের ঠেক ভাঙে না’, ফের কু কথার ফুলঝুরি উদয়নের গলায়

কখনও অখিল গিরি তো কখনও উদয়ন গুহ। শাসক নেতাদের মহিলাদের নিয়ে কু কথার ধারাবাহিকতা যেন থামারই নাম নিচ্ছে না। কয়েকদিন আগেই রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির…

কখনও অখিল গিরি তো কখনও উদয়ন গুহ। শাসক নেতাদের মহিলাদের নিয়ে কু কথার ধারাবাহিকতা যেন থামারই নাম নিচ্ছে না। কয়েকদিন আগেই রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির মহিলা বন কর্মীকে অপমানজনক মন্তব্য নিয়ে সমগ্র বাংলা সরগরম হয়ে উঠেছিল। এবার সেই তালিকায় নিজের নাম যুক্ত করলেন উত্তরবঙ্গের শাসক নেতা উদয়ন গুহ (Udayan Guha)।

ফের একবার বেলাগাম মন্তব্য করতে শোনা গেল তাঁকে। এবার তাঁর নিশানায় মহিলাদের পোশাক। হ্যাঁ ঠিকিই শুনেছেন। মেয়েদের পোশাক সংক্রান্ত শাসক নেতার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধী দল থেকে শুরু করে সমাজ কর্মীরা। উদয়ন গুহ আন্দোলনকারী মেয়েদের নিয়ে বলেন, ‘জিন্স পরা মেয়েরা মদের ঠেক ভাঙে না। বয়কাট চুল মেয়েদের জুলার ঠেক ভাঙতে দেখিনি। ওটার মধ্যে আবেগ আসে না।’

   

বলেন, ‘চুল্লুর ঠেক ভাঙার জন্য মহিলাদের ঝাঁটা হাতে আন্দোলন করতে দেখেছি। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য কোনওদিন জিনস প্যান্ট পরা কিংবা বব কাট চুলওয়ালা মহিলা দেখিনি। কারণ ওটা আন্দোলন নয়। আমরা সেই আন্দোলন করব যে আন্দোলন টিভিতে দেখাবে। ইংরেজি খবরের কাগজে খবর হবে।’ 

এমনিতে আরজি করকাণ্ডে বাংলা তথা সমগ্র দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলার অভয়ার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। চলছে রাত দখল করে প্রতিবাদ। এহেন অবস্থার মাঝেও শাসক দলের নেতাদের কু কথার ফুলঝুরি থামতে চাইছে না। উদয়ন গুহ যা মন্তব্য করেছেন তা নিয়ে বাংলাজুড়ে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।

উদয়ন গুহর মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেত্রী অর্চনা মজুমদার বললেন, ‘তৃণমূল মেয়েদের সম্মান করতে জানে না। এই মন্তব্য টিএমসির রুচির পরিচয়।’ অন্যদিকে বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, ‘এমন মানুষই আসল অপরাধী। মেয়েদেরকে ছোট করা হচ্ছে। এই অপরাধের কোনও ক্ষমা নেই। এমন ধারনার দ্রুত বদল দরকার। ‘