দলবদল থেকে বিবাহ বিচ্ছেদের মামলা কোনটাই আর ব্যক্তিগত স্তরে নেই৷ বরং প্রকাশ্যেই একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan) ও সুজাতা মণ্ডল (Sujata Mondal)৷ এখন সেই তালিকায় যুক্ত হয়েছে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের নাম। একেবারেই সংসদের ভিতরে সৌমিত্রকে তার কাটা, মাথা খারাপ হয়েছে বলেছেন সৌগত। পাল্টা সৌগত সম্পর্কে বলতে গিয়ে অর্পিতার কথা টেনে এনেছেন সৌমিত্র। এবার সৌমিত্র সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন সুজাতা।
সুজাতা কথায় সৌগতবাবু ভুল কিছু বলেননি। তিনি আরও বলেন, বৌ পালিয়ে যাওয়া মানে কী বলতে চেয়েছেন, সেটা সৌগতবাবুই ভাল বলতে পারবেন। কিন্তু আমি জানি, আমাকে অপমান করার কোনও অভিপ্রায় নেই সৌগতবাবুর। বরং ব্যাখা দিয়ে সুজাতা বলেন, সৌগতবাবু বলতে চেয়েছন নিশ্চয়ই তুমি কিছু করেছ, সেকারণে তোমার বউ পালিয়ে গেছে।
তবে সৌমিত্রকে আক্রমণ করতে বিন্দুমাত্র পিছপা হননি। তাঁর কথায়, সৌমিত্র সুস্থ নয়। সম্পর্কে থাকাকালীন অনেক কিছুই করতেন৷ কিন্তু সম্মানের কথা ভেবে কিছু বলতে চাইনি। কিন্তু এই সম্পর্ক আমার জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল। তাই আমি বাধ্য হয়েছিলাম রাত সাড়ে ৩ টের সময় বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে৷ সুজাতার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোড়ন পড়ে গেছে।
যদিও এবারেও বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি সৌমিত্র। বরং তৃণমূল সাংসদের বিরুদ্ধে তোপ দেগে বলেন, সৌগতদা বলুন না দেখি উনি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে কী করতে যেতেন? গিয়ে কি চা খেতেন? শুক্রবার সংসদ থেকে সৌগত রায়কে জবাব দিতে চান সৌমিত্র।