Saokat Molla: নওশাদদের মদতেই ফুরফুরায় চোর বলা হয়েছে বলে অভিযোগ শওকতের

ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পরেই রবিবার ফুরফুরা শরিফে (Furfura Sharif) গিয়েছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)।

Saokat Molla

ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পরেই রবিবার ফুরফুরা শরিফে (Furfura Sharif) গিয়েছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)। ফুরফুরা শরিফে তাঁকে ঘিরে ওঠে চোর চোর স্লোগান৷ যা নিয়ে সোমবার সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দেন তিনি। শওকত বলেন, ফুরফুরা শরীফ মুসলিমদের অন্যতম পবিত্র তীর্থস্থান। সেখানে সাধারণ মুসলমানরা যান সর্বশক্তিমান ইশ্বরের কাছে আশীর্বাদ নিতে। সেখানে কোনও রাজনৈতিক কার্যক্রম চলে না। অথচ একজন রাজনৈতিক নেতা হিসাবে আমাকে হেনস্থা করা হল। এর তীব্র প্রতিবাদ করছি আমি।

গোটা ঘটনায় কার্যত ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল বিধায়ক। তাঁর কথায়, আমাদের যথেষ্ট অপমান করা হয়েছে। আব্বাস সিদ্দিকি ও নওসাদ সিদ্দিকির মদতেই এমনটা হয়েছে। একইসঙ্গে তাঁর বক্তব্য, অন্য ধর্ম গুরুদের আমি বলব কেন এমনটা হল তা দেখার জন্য।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ভাঙড় কেন্দ্র করে জয়লাভ করে আইএসএফ। বিধানসভায় একমাত্র প্রতিনিধি হিসাবে জায়গা করে নেন নওশাদ সিদ্দিকি। সম্প্রতি অশান্ত ভাঙড়ের পর গ্রেফতার হন নওশাদ৷ এদিন তৃণমূলের মুসলিম ভোটে টান পড়তেই বৈঠকে বসে শীর্ষ নেতৃত্ব। তারপরেই শওকতকে দায়িত্ব দেওয়া হয়৷

আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙড়ের দায়িত্ব শওকতের হাতে তুলে দেওয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু গতকাল ফুরফুরা শরিফে গিয়ে নওশাদদের বিরুদ্ধে বিষোদগার করেন শওকত। যে পীর ভাইয়েরা রাজনীতি করে আমি তাঁদের সম্মান করি না৷ একেবারে নাম করেই আব্বাস ও নওশাদদের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তারপরেই তাঁকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে৷