কল্যাণী AIMS নিয়োগ দুর্নীতির ধাক্কা সামলান, কুণালের নিশানায় বিজেপি

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী। আর কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতে নাম জড়িয়েছে বিরোধী দল বিজেপির।…

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় জর্জরিত শাসক দল তৃণমূল কংগ্রেস। অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী। আর কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতে নাম জড়িয়েছে বিরোধী দল বিজেপির। শুরু হয়েছে শাসক বিরোধী কাদা ছোঁড়াছুঁড়ি।

এইমস নিয়োগ দুর্নীতির এফআইআরে নাম আছে কেন্দ্রীয় মন্ত্রী ও বা়ঁকুড়ার সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের। আরও ২ জন বিধায়ক সহ একাধিক বিজেপি নেতাদের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, পরীক্ষা ছাড়াই বিধায়ক ও সাংসদ ঘনিষ্ঠদের নিয়োগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল।

তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন,আমি সুকান্ত মজুমদারকে বলতে চাই কল্যানী এইমসে কি হল। যেখানে বিধায়কদের, সাংসদদের ঘনিষ্ঠ, যারা অযোগ্য তাঁদের চাকরী দেওয়া হয়েছে। সেটার তদন্ত হচ্ছে আগে সেটাকে সামলান। তারপর বড় বড় কথা বলবেন।

সরাসরি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তোপ দেগে কুণাল ঘোষের মন্তব্য, রাজ্যের কর্মসংস্থান গড়ে তোলা হচ্ছে৷ সঠিকভাবে নিয়োগ হচ্ছে। যেখানে অভিযোগ সেখানে তদন্ত হচ্ছে। তবে এইমসের যা নমুনা তার পর আর কথা বলা উচিত নয়।
তিনি আরও বলেন, নিয়োগ নিয়ে সুকান্ত মজুমদার যা কথা বলছেন এটা শুধু হাস্যকর নয়, এটা কর্মপ্রার্থীদের স্বার্থের বিরুদ্ধে। কারণ, রাজ্য সরকার এখানে কর্মসংস্থান করতে চাইছেম সুকান্ত মজুমদাররা বাধা দিচ্ছে। শুধু রাজনীতির জন্য কর্মপ্রার্থীদের আবেগকে ব্যবহার করার নোংরা খেলা খেলতে চাইছেন। তাই চাকরির সুযোগ আটকাতে চেষ্টা করছেন৷