Naihati: তৃণমূল নেতাকে গুলি চালানোর অভিযোগ, প্রতিবাদে সড়ক অবরোধ

তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি সাড়ে নটা নাগাদ।

Advertisements

জানা গিয়েছে নৈহাটি বিধানসভার অন্তর্গত তৃণমূল ব্লগ ১ নেতা রানা দাশগুপ্ত গাড়ি লক্ষ করে চলে গুলি। অভিযোগ, নৈহাটি শিবদাস পুর গ্রাম পঞ্চায়েত পেপার মিলের সামনে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ করে গুলি চালায়। এছাড়া গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ করেন তৃণমূল নেতা। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। গুলি লক্ষভ্রষ্ট হয়ে গাড়ির কাচ ফুটো হয়ে বেরিয়ে যায়।

   

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ছিলেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জয়প্রকাশ পান্ডে এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার তুষার কান্তি পাঠক।খবর পেয়ে এসে পৌঁছায় তৃণমূল কর্মীরা। এরপর এই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার প্রতিবাদে কল্যাণী এক্সপ্রেসওয়ে উপর হালিশহর পাঁচ মাথার মোড়ে বেশ কিছুক্ষণ অবরোধ চালায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন দমদম ব্যারাকপুর মহিলা সাংগঠনিক সভাপতি সোনালী সিংহ রায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements