সোশ্যাল মিডিয়ায় এবার এক তৃণমূল নেতাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির দিকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। ঘটনার বিষয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তৃণমূল নেতা। ওই তৃণমূল নেতার নাম পীযূষকান্তি পণ্ডা।
জানা গিয়েছে, বুধবার সোশ্যাল মিডিয়ায় পটাশপুরের ব্লক সভাপতিকে উদ্দেশ্য করে শানু হুদাই নামে এক যুবক লেখে, ‘তৃণমূলের দালাল। পটাশপুরের মাটিতে তোকে জ্যান্ত কবর দেব, আসছি। শুধু সময়ের অপেক্ষা।’ আর এরপরেই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রাজনৈতিক অভিসন্ধি দেখছে বিশিষ্ট মহল। পীযূষবাবুর দাবি, শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেই থামেনি ওই যুবক। তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে হুমকি ভিডিও। আর এরপরই পুলিশের দ্বারস্থ হন তিনি।
তাঁর আরও দাবি, গোটা ঘটনার পিছনে রয়েছে বিজেপির চক্রান্ত। এর পাশাপাশি অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তিনি। তদন্তকারীরা জানিয়েছেন, শানু হুদাই পটাশপুরের বাসিন্দা। কিন্তু কর্মসূত্রে সে রাজস্থানে থাকে।