Tripura: মমতার পক্ষে নয় কংগ্রেসে ফিরছেন সুদীপ

যার হাতে ত্রিপুরায় (Tripura) বিজেপির উত্থন  ও বামফ্রন্টের পতন হয়েছিল বলে মনে করা হয় সেই প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ কি দলত্যাগের…

যার হাতে ত্রিপুরায় (Tripura) বিজেপির উত্থন  ও বামফ্রন্টের পতন হয়েছিল বলে মনে করা হয় সেই প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ কি দলত্যাগের সিদ্ধান্ত পাকা করলেন? আগরতলার এক সংবাদপত্রের এমন খবরের পর চাঞ্চল্য। তবে সুদীপবাবু নীরব।

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কিছু নেতার দাবি, পুরনো দল কংগ্রেসেই ফিরছেন সুদীপবাবু। তবে এই বিষয়ে সুদীপ রায় বর্মণ নীরব। তিনি ঘনিষ্ঠ মহলে কংগ্রেসে ফেরার বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন বলে গুঞ্জন।

তৃণমূলে ফিরতে পারেন সুদীপবাবু ও অনুগামীরা। এমনও ইঙ্গিত আছে। এদিকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস বলছে এআইসিসি ও সুদীপবাবুর মধ্যে কথা পাকা হয়েছে।

প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের সঙ্গে থাকা আরও কিছু বিধায়ক বিজেপি ত্যাগ করবেন বলেই জানা যাচ্ছে। তাঁদের সবাই গত বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপিতে গেছিলেন। এদের মধ্যে বিধায়ক পদচ্যুত হওয়া আশিস দাস বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তিনিও কংগ্রেসে ফিরতে চলেছেন বলেই খবর।

সুদীপ রায় বর্মণের পিতা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ। পুত্র বিজেপিতে গেলেও পিতা যাননি। তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক এখনও। গত বিধানসভা ভোটে সুদীপবাবু কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে চলে যান। ত্রিপুরায় কংগ্রেস বিরোধী আসনের তকমা হারায়। টিএমসি হয়েছিল বিরোধী দল। পরে সেই বিধায়করা সবাই বিজেপিতে যান। নির্বাচনে বামফ্রন্ট সরকারের টানা ২৫ বছরের শাসন শেষ হয়। বিজেপি আইপিএফটি জোট সরকার গড়েছে।

মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে প্রশাসন চালানোর পদ্ধতি নিয়ে সুদীপবাবুর সম্পর্ক তিক্ত। তাঁকে মন্ত্রিসভা থেকে সরিয়েছেন বিপ্লববাবু। সম্প্রতি পুর নির্বাচনে সন্ত্রাসের প্রশ্নে রাজ্য সরকারের ভূমিকায় চরম ক্ষোভ দেখিয়েছিলেন সুদীপ রায়বর্মণ।