TMC: কোভিডকালে ৩০ হাজার মানুষকে নিয়ে ‘কর্মসূচী’ অভিষেকের

স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তারিখে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে সেজে ওঠে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ এবং তাদের…

স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তারিখে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে সেজে ওঠে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ এবং তাদের অনেক শাখা। এদিকে স্বামী বিবেকানন্দকে স্মরণ করে বুধবার তাঁর জন্মদিনটি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র জুড়ে পালন করা হচ্ছে সম্পূর্ণ অন্য এক রূপে।

এর উদ্যোক্তা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনায় ও উদ্যোগে তাঁর সংসদীয় কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায় স্বামীজিকে শ্রদ্ধা জানানো হবে এক অভিনব কর্মসূচির মধ্যে দিয়ে।

যদিও তাঁর এহেন কর্মকাণ্ডকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি রাজ্যের উর্ধ্বমুখী সংক্রমণের কথা মাথায় রেখে আগামী কোনও জনসভা, কর্মসূচী না করার কথা ঘোষণা করেছিলেন। তবে আজকের দিনে তাঁর এই আয়োজনকে বিশিষ্ট মহল ভালো চোখে দেখছে না। অনেকেই আবার রাজনৈতিক অভিসন্ধিও দেখছেন।

এদিন ডায়মন্ডহারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা ও মেটিয়াবুরুজ এলাকায় ৩০ হাজার সাধারণ মানুষের করোনা পরীক্ষার ব্যবস্থা করেছেন অভিষেক বলে খবর।

ডায়মন্ডহারবারের ব্লকে ব্লকে, পঞ্চায়েতে, পুরসভার প্রতিটি ওয়ার্ডে খোলা হয়েছে একের পর এক কন্ট্রোল রুম, চালু হয়েছে ডক্টরস অন হুইলস, টেস্টিং অন হুইলস করার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর নির্দেশে চলছে মাস্ক বিলি, সচেতনতার প্রচার। এমনকি তাঁর নির্দেশ মেনে এলাকার দোকান-বাজার সপ্তাহে পরপর দু’দিন বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এদিন সমস্ত সরকারি অফিসে স্বামীজির ছবিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। বরং দিনটিকে স্মরণে রাখতে এবার স্বামীজির জন্মদিন পালন করতে হবে ‘মাস টেস্টিং’ বা ব্যাপক হারে করোনা পরীক্ষার মাধ্যমে।