Anubrata Mondal: অসুস্থতার যুক্তিতে জামিন আবেদন খারিজ, CBI হেফাজতেই অনুব্রত

গোরু পাচার মামলায় সিবিএসই হেফাজতেই থাকছেন বীরভূম জেলা TMC সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। অসুস্থতার কারণ দেখিয়ে তার জামিনের আবেদন খারিজ হলো আসানসোলের সিবিআই আদালতে।…

গোরু পাচার মামলায় সিবিএসই হেফাজতেই থাকছেন বীরভূম জেলা TMC সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। অসুস্থতার কারণ দেখিয়ে তার জামিনের আবেদন খারিজ হলো আসানসোলের সিবিআই আদালতে। আরও চারদিনের হেফাজতে রাখার নির্দেশ।

আদালতে সিবিআই দাবি করে তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত। তাকে আরও জেরা করা দরকার। আদালতের কাছে অনুব্রত মণ্ডল বলেন, শরীর বরাবর অসুস্থ। কাল জ্বর ছিল। কাশি। চিকিৎসকরা সঠিকভাবে দেখভাল করছেন কি না সেবিষয়ে জিজ্ঞাসা করতেই অনুব্রতের জবাব, ওষুধ খাচ্ছি। শুনে বিচারক বলেন, অসুবিধা হলে চিকিৎসককে বলতে দ্বিধা বোধ করবেন না। সায় দেন অনুব্রত।

আদালতে ঢোকার আগে থেকেই পশ্চিম বর্ধমানের আসানসোলে রাজনৈতিক হাওয়ায় গরম হয়। প্রকাশ্যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সমর্থকরা মুখোমুখি হন। পুলিশ কোনওরকমে তাদের আটকায়।

এদিকে শনিবার কলকাতা থেকে আসানসোলে যাওয়ার আগে সিজিও কমপ্লেক্সে অনুব্রত মণ্ডল বলেন তিনি তদন্তে ১০০ শতাংশ সহযোগিতা করছেন। কোনও বেআইনি সম্পত্তি নেই। যদিও এদিনই বীরভূমে আরও একটি রাইস মিলের খোঁজ পেয়েছে সিবিআই। এর নাম শিব শম্ভু রাইস মিল। সে়খানে চলছে তল্লাশি। শুক্রবার অনুব্রতর নামে চলা বোলপুরে ভোলে বোম রা়ইসমিল থেকে সারি সারি গাড়ি উদ্ধার হয়। একাধিক ব্যবসায়ী দাবি করেন হুমকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে অনুব্রত মণ্ডল।

গোরু পাচার মামলায় কত হাজার কোটি টাকার লেনদেন হয়েছে তার হদিস পেতে অনুব্রতকে দ্বিতীয় দফায় জেরা করবে এবার সিবিআই।