সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবারেই নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে যাবেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)! রাজনৈতিক মহলে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
এর আগে অসুস্থতা সহ বিভিন্ন কারণে একাধিকবার সিবিআইয়ের হাজিরা এড়িয়ে গেছেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ বারবার সিবিআইকে তিনি জানিয়েছেন, অসুস্থ থাকার কারণে তিনি সিবিআইয়ের ডাকে হাজিরা দিতে পারবেন না৷ এরপর ৬ এপ্রিল নিজাম প্যালেসে তলব করা হলেও সিবিআইয়ের হাজিরা এড়িয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন৷ অনুব্রতর শরীরে একাধিক সমস্যা দেখা দেয়। সিবিআই চাইলে হাসপাতালে এসে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়ে দেন তিনি৷
পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেই জোড়া তলব আসে সিবিআইয়ের৷ ২৫ এপ্রিল অনুব্রত জানিয়ে দেন চিকিৎসকদের পরামর্শে এখন বেডরেস্টে রয়েছেন তিনি। ২১ মের আগে হাজিরা দিতে পারবেন না৷
২১ মে আসার আগেই সিবিআইয়ের মুখোমুখি হতে চাইছেন অনুব্রত। সূত্রের খবর, আগামীকাল সকাল সাড়ে ১০ টা নাগাদ সিবিআইয়ের নিজাম প্যালেসের সদর দফতরে হাজিরা দেবেন তিনি৷