কেঁপে গেল তৃণমূল, গ্রেফতার অজিত মাইতি

ajit-maity

২০২৪ সালের লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল (TMC) । জানা গিয়েছে, সন্দেশখালি থানার পুলিশ আজ মঙ্গলবার তৃণমূল নেতা অজিত মাইতিকে (Ajit Maity) গ্রেফতার করেছে। গতকাল তাকে আটক করেছে পুলিশ, নিশ্চিত করেছে পুলিশ।

জানা গিয়েছে, আজ তাকে বসিরহাট আদালতে তোলা হবে। পশ্চিমবঙ্গের সন্দেশখালির বারমাজুড় এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মহিলারা রাস্তায় নেমে রবিবার নতুন করে বিক্ষোভ শুরু করেন।

   

বিক্ষোভকারীদের অভিযোগ, শাহজাহান শেখের ঘনিষ্ঠ সহযোগী অজিত মাইতিও জমি দখল ও তোলাবাজির সঙ্গে জড়িত।

স্থানীয়দের দাবির মধ্যেই তৃণমূল কংগ্রেস অজিত মাইতিকে তাঁর গ্রেফতারির দাবি তুলেছিলেন বহু মহিলা। রীতিমতো গতকাল তাঁকে মারবে বলে উত্তেজিত জনতা অগ্রসর হয়েছিলেন। এদিকে প্রাণ বাঁচাতে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে লুকিয়ে পড়েন তৃণমূল নেতা। যদিও শেষরক্ষা হয় না। অবশেষে তাঁকে গ্রেফতার করল পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন