রাজ্যপালকে কটাক্ষ অভিষেকের, মানুষ জানে কে লাল সতর্কতা পার করেছে

রাজ্যপাল বনাম অভিষেক সংঘাত তুঙ্গে উঠল। দু তরফে চলছে গরম বার্তা। বিচার ব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যের পর রাজ্যপাল মু়খ্যসচিবকে বিষয়টি দেখতে বলেন। এবার তৃণমূল কংগ্রেস…

Abhishek Banerjee

রাজ্যপাল বনাম অভিষেক সংঘাত তুঙ্গে উঠল। দু তরফে চলছে গরম বার্তা। বিচার ব্যবস্থা নিয়ে অভিষেকের মন্তব্যের পর রাজ্যপাল মু়খ্যসচিবকে বিষয়টি দেখতে বলেন। এবার তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দিলেন জবাব।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমি সব সময় সত্যি বলতে পছন্দ করি। কলকাতা হাইকোর্টের এক শতাংশ কীভাবে কেন্দ্রের সঙ্গে কয়েকজনকে নিরাপত্তা দেওয়ার কাজ করছে আমি সেটাই বলতে চেয়েছিলাম। মানুষ দেখছেন। তাঁরা জানে কে আসলে লাল সতর্কতা পার করছে।

শনিবার হলদিয়ার একটি জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থার বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, আমার বলতে লজ্জা লাগে। কিন্তু বিচারব্যবস্থায় এক শতাংশ এমন আছেন, তল্পিবাহকের কাজ করছেন। কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছেন। আপনার যদি মনে হয়, এই সত্যি কথা বলার জন্য ব্যবস্থা নেবেন, ক্যামেরার সামনে দু’হাজার বার এই কথা বলব।

এই মন্তব্যের রেশ ধরে রবিবার সকালে শিলিগুড়িতে অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, প্রকাশ্য জনসভা থেকে এক জন সাংসদ এক জন বিচারপতিকে আক্রমণ করেছেন। এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ করা হয়েছে। সাংসদের এ হেন মন্তব্য নিন্দনীয়। আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। সাংসদ হিসেবে নিজের সীমা অতিক্রম করেছেন উনি। রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানান রাজ্যপাল।

সম্প্রতি রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত চরমে উঠেছে। পৌঁছে গেছে। রাজ্যপালকে আচার্য পদ থেকে সরিয়ে সেই পদে মুখ্যমন্ত্রীকে বসানোর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বেসরকারি কলেজের ভিজিটর পদ থেকেও রাজ্যপাল সরানোর পরিকল্পনা রয়েছে।
এরই মাঝে তৃণমূলের সাধারণ সম্পাদকের সঙ্গে রাজ্যপালের সংঘাত চলছে।