দেগঙ্গা (Dehsnga) যেন আরও একটা ভাঙড়! একের পর এক বোমা হামলা চলছে। তৃণমূল কংগ্রেস বনাম আইএসএফ সংঘর্ষে (TMC-ISF CLash) ভয়াবহ পরিস্থিতি উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। পড়শি জেলা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ও ক্যানিংয়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
Advertisements
পঞ্চায়েত ভোটের আবহে দেগঙ্গায় চলছে সংঘর্ষ। আইএসএফ ও বাম সমর্থকদের সাথে তৃণমূলের এই সংঘর্ষে দুপাশ থেকেই গুলি চালানোর অভিযোগ উঠেছে। সংঘর্ষ থামাতে পুলিশের বিশাল বাহিনী নামল অভিযানে। দেঙ্গায় ছড়িয়ে আছে একাধিক না ফাটা বোমা। এর ফলে আতঙ্ক আরও তীব্র দেগঙ্গার হাদিপুর ঝিকরা-২ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
Advertisements
অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থীকে এবার ভাঙিয়ে নিয়েছে আইএসএফ। এর জেরে বুধবার সকাল্ থেকে শুরু হয় সংঘর্ষ। তৃণমূল এবং আইএসএফ পরস্পরের উপর হামলার অভিযোগ করেছে।