Murshidabad: বড়ঞায় বিডিও দফতরেই হামলা! রাত থেকে ঘেরাওয়ে সামিল অধীর

রাত পেরিয়ে সকাল অথচ এখনও বড়ঞায় বিডিও অফিসের মুল গেটের সামনে ধর্নায় বসে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের উপর হামলা এবং তার প্রতিবাদে রাতভর ধর্নায়…

রাত পেরিয়ে সকাল অথচ এখনও বড়ঞায় বিডিও অফিসের মুল গেটের সামনে ধর্নায় বসে রয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের উপর হামলা এবং তার প্রতিবাদে রাতভর ধর্নায় প্রদেশ কংগ্রেস সভাপতি। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। (Murshidabad) মুর্শিদাবাদ সরগরম।

কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ, গতকাল প্রতীকী চিহ্ন জমা দিতে আসা কংগ্রেস কর্মীদের মারধর করে তৃণমূল কর্মীরা। যার ফলে গোটা এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মূলত তার পরেই রাতভর অবস্থান-বিক্ষোভে বসেন একাধিক কংগ্রেস নেতৃত্ব সহ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

   

এই অবস্থান বিক্ষোভ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, “রাতভর অবস্থান করেছি আমরা। এবার কোর্টের রায় দেখে সিদ্ধান্ত নেব। আমরা প্রতিবাদ করেছিলাম ভেবেছিলাম প্রতিবাদে প্রশাসন কোনো পদক্ষেপ নেবে কিন্তু নির্লজ্জ প্রশাসন। দালালেরা সব বসে আছে সাহেব ঘরে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার পক্ষে তারা।

তিনি আরো জানিয়েছেন, “আমরা কিছুই না শুধুমাত্র ফর্মের অধিকার চেয়েছিলাম। আমাদের দলের প্রার্থীদের প্রতীকী চিহ্ন কেড়ে নিতে চাইছে এখানকার প্রশাসন। আজ কোর্টেও আন্দোলন করছি আমরা।

কালকের ঘটনার পর তৃণমূল কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, “পুলিশ তাদেরকে গ্রেফতার করবে? সেটা তো কখনো হয়নি। উল্টে যারা মেরেছে তাদের চরণে গিয়ে প্রণাম করবে পুলিশ। আর যদি অন্যায় করার পরেও পুলিশ তৃণমূলকে গ্রেফতার করে সেদিন পুরো বাংলাটাই পাল্টে যাবে”।