Purba Medinipur: দলনেত্রী মমতার কড়া নির্দেশ উপেক্ষা, তমলুকে তৃণমূলের টিকিট কোন্দল

দলনেত্রী মমতার কড়া নির্দেশ উপেক্ষা করেও পৌরভোটে যারা দলের বিরুদ্ধেই নেমেছেন এমন নির্দল টিএমসিদের শাস্তি দান চলছে। এসবের মাঝে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) শাসক দলের(TMC)…

Tmc inner fight creats political debet

দলনেত্রী মমতার কড়া নির্দেশ উপেক্ষা করেও পৌরভোটে যারা দলের বিরুদ্ধেই নেমেছেন এমন নির্দল টিএমসিদের শাস্তি দান চলছে। এসবের মাঝে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) শাসক দলের(TMC) গোষ্ঠীকোন্দল চরমে।

তমলুক পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূলের মনোনীত পার্থী হিসেবে টিকিট পেয়েছেন ডাক্তার বিমল ভৌমিক। এরপর পূর্ব কাউন্সিলার ভানুপদ সাহা দলীয় টিকিট না পাওয়াতে নির্দল পার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। এর জেরে জেলা তৃণমূল অন্দরে তীব্র অসন্তোষ দেখা দেয়। মন্ত্রী সৌমেন মহাপাত্র দলীয় কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিলেও নির্দল পার্থী ভানুপদ সাহা মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি।

মন্ত্রী সৌমেন মহাপাত্র স্বয়ং তার বাড়িতে যান বোঝানো জন্য। তা সত্ত্বেও ভানুপদ সাহা নিজের সিদ্ধান্তে অনড় থাকায় আজ মন্ত্রী সৌমেন মহাপাত্র সাংবাদিক সম্মেলন করে ভানুপদ সাহা সহ তার চার জন অনুগামীকে দল বিরোধী কার্য কালাপের জন্য তৃণমূল দল থেকে দল থেকে বহিষ্কার করেন।

ভানুপদ সাহা সংবাদ মাধ্যমের কাছে জানান যে তিনি তৃণমূল কংগ্রেস দ্বারা তিন বারের কাউন্সিলার এর আগে তিনি দুবার কংগ্রেসের টিকিটে কাউন্সিলার ছিলেন এবং তিনি চার নম্বর ওয়ার্ডের ভূমিপুত্র কাউন্সিলার হিসেবে মানুষের পাশে থাকেন সর্বদা কিন্তু দল এইবারে তাকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও টিকিট দেয়নি। তাই চার নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের অনুরোধে তিনি নির্দল হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তিনি আরও জানান জানান, দল তাকে বহিষ্কার করলেও তিনি এখন মন থেকে একজন সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে দলেই থাকবেন তবে এই ধরনের

তৃণমূল অন্দরে প্রকাশ্য গোষ্ঠী কোন্দলের ঘটনা নিয়ে বিজেপি নেতৃত্ব তপন বন্দ্যোপাধ্যায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে।

জেলা বামফ্রন্টও কটাক্ষ করছে। পৌরভোটে রাজ্যে মূল বিরোধী শক্তি হয়ে উঠে আসছে বামফ্রন্ট।