ইতিমধ্যেই ৪২ আসনে প্রার্থী ঘোষণা করেছে ঘাসফুল শিবির। সেই প্রার্থী তালিকায় যেমন রয়েছে একাধিক চমক, তেমনি আবার পুরোনো লোকেই আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস। বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে হাজি শেখ নুরুল ইসলামকে। তিনি বসিরহাট জেলার সাংগঠনিক সভাপতি। শুধু তাই নয় তিনি বসিরহাট জেলার ভূমিপুত্র।
প্রসঙ্গত ২০০৯ তিনি তৃণমূলের টিকিটে ভোটে লড়ে দিল্লী গিয়েছিলেন। তবে ২০১৪ সালে এই কেন্দ্র থেকে ঘাসফুল প্রার্থী করেন অভিনেত্রী নুসরত জাহানকে। তিনিও ওই আসনে জয়ী হয়ে লোকসভায় আসেন। তবে তাঁকে তাঁর লোকসভা কেন্দ্রে দেখা যায় না বলে অভিযোগ। প্রসঙ্গত এই কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি বিধানসভা। কিছুদিন আগে সেইখানে জনগণের হাতে আক্রান্ত হয় ইডি আধিকারিকরা। উঠে আসে শেখ শাজাহানের নাম। তারপর নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বারেবারে খবরের শিরোনামে থেকেছে সন্দেশখালির নাম।
তবে মনে করা হচ্ছে ঘাসফুল শিবির কোনও ঝুঁকি নিতে চাইনি। তাই ভূমিপুত্রকেই টিকিট দিয়ে সেই কথায় বোঝাতে চাইল তৃণমূল। ২০১৪ সালে শেখ নুরুল ইসলামকে জঙ্গিপুর লোকসভার প্রার্থী করা হলে তিনি ওই আসনে পরাজিত হন। ২০১৬ সালে তিনি হাড়োয়া বিধানসভা থেকে ভোটে লড়ে জয় লাভ করেন।