শেখ শাহজাহানকে বহিষ্কার করল TMC

শেখ শাহজাহানকে বহিষ্কার করল তৃণমূল (TMC)। গ্রেফতারির পরেই এহেন সিদ্ধান্ত নিল তৃণমূল। জানা গিয়েছে, আগামী ৬ বছরের জন্য তাঁকে (Sheikh Shahjahan) দল থেকে বহিষ্কার করা…

শেখ শাহজাহানকে বহিষ্কার করল তৃণমূল (TMC)। গ্রেফতারির পরেই এহেন সিদ্ধান্ত নিল তৃণমূল। জানা গিয়েছে, আগামী ৬ বছরের জন্য তাঁকে (Sheikh Shahjahan) দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisements

আজ বৃহস্পতিবার সকালেই সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। এদিন কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে বড় কথা বলেন তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি ঘোষণা করেন, “শেখ শাহজাহানকে ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।” 

বিজ্ঞাপন

ইতিমধ্যে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন যে অত্যাচার, ধর্ষণ, জমি লুঠের মতো ঘটনার জন্য শাস্তি শুধুমাত্র সাসপেন্ড? এদিকে আজ সকালে শেখ শাহজাহান গ্রেফতার হতেই অকাল দিওয়ালিতে যেন মেতে উঠেছে সন্দেশখালি। মিষ্টিমুখ থেকে শুরু করে আবির খেলা সবই চলছে সন্দেশখালিতে।