HomeWest Bengal'চোর তৃণমূল' বলে স্লোগান দিতেই কামারহাটি গরম, বাম-টিএমসি সংঘর্ষ

‘চোর তৃণমূল’ বলে স্লোগান দিতেই কামারহাটি গরম, বাম-টিএমসি সংঘর্ষ

- Advertisement -

কামারহাটি পুরসভার সমবায় নির্বাচন ঘিরে তৃণমূল ও সিপিআইএমের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন জখম বলে জানা যাচ্ছে। অভিযোগ, ভোট বানচাল করতে হামলা করেছে তৃণমূল। তবে অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, সিপিআইএমের তরফে উস্কানি দেওয়া হয়।

কামারহাটি পুরসভার ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান প্রাক্তন বাম বিধায়ক মানস মুখার্জি। তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। তাঁকে নিগ্রহ করা হয়েছে বলে বাম সমর্থকরা জানান।  সিপিআইএম প্রার্থীদের মারধর,ছাপ্পা ভোট দেওয়া এমনকি সাংবাদিকদের উপরেও হামলা হয় বলে অভিযোগ। 

   

কামারহাটির প্রাক্তন বিধায়ক সিপিআইএমের মানস মুখার্জি ও এই এলাকার তৃ়নমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র রাজনৈতিক প্রতিপক্ষ। মদন মিত্র প্রাক্তন মন্ত্রী।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular