ঠাকুরনগর হাসপাতালে TMC-BJP সংঘর্ষ, তীব্র উত্তেজনা

তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তীব্র উত্তেজনা (thakurnagar) ঠাকুরনগরে। একাধিক জখম বলে জানা যাচ্ছে। ঠাকুরনগর হাসপাতালের মধ্যেই দুদলের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। …

তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তীব্র উত্তেজনা (thakurnagar) ঠাকুরনগরে। একাধিক জখম বলে জানা যাচ্ছে। ঠাকুরনগর হাসপাতালের মধ্যেই দুদলের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। 

রবিবার উত্তর ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি ঘিরে মতুয়া ধর্মের কেন্দ্র ঠাকুরনগরে গেছিলেন দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্দির দর্শনের আগে বিজেপি ও তৃ়ণমূলের মধ্যে তীব্র সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে পুলিশ ও বিরাট নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে অভিষেক মন্দির এলাকায় যান। সেখান থেকে তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করেন। অভিষেক বলেন, মতুয়া মন্দির কারুর পৈতৃক সম্পত্তি নয়। আমি তিনমাস অন্তর ঠাকুর বাড়ি আসব। ক্ষমতা থাকলে আটকে দেখান।

অভিষেক ঠাকুরনগর ছাড়ার পর শান্তনু ঠাকুরের অনুগামীদের সাথে তৃণমূল সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। এর রেশ ধরে স্থানীয় হাসপাতালে ঢুকে দুই দলের সমর্থকরা মারপিটে জড়িয়ে পড়েন বলে জানা যাচ্ছে।

বিজেপির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে হামলা করেছে তৃণমূল সমর্থকরা। পুলিশের সামনেই হামলা হয়েছে বলে অভিযোগ। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের নিরাপত্তারক্ষীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় বলে জানা যাচ্ছে। হামলার অভিযোগ উড়িয়েছে তৃণমূল।

জানা যাচ্ছে, বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া আহত হয়েছেন। সাংসদ ও কেন্দ্রীভূত প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের অভিযোগ, পুলিশ মারধর করেছে।

পঞ্চায়েত নির্বাচনের আবহে মতুয়া রাজনীতি তীব্র আকার নিল। ঠাকুরনগরের মতুয়া ধর্মকেন্দ্র ঠাকুরবাড়ি এখন বিজেপি ও তৃণমূল দুই শিবিরে বিভক্ত। এর প্রভাব পড়তে চলেছে স্থানীয় মতুয়া ভোট ব্যাংকে।