Murshidabad: তৃ়ণমূলে বিরাট ভাঙন, রানিনগর-খড়গ্রামে ৩ হাজারের বেশি কংগ্রেসে সামিল

পঞ্চায়েত ভোটের (panchayat election) মনোনয়ন পর্বে মুর্শিদাবাদের (murshidabad) খড়গ্রামে গুলি করে খুন করা হয়েছে কংগ্রেস সমর্থক ফুলচাঁদ শেখকে। সেই খড়গ্রামে খড়ের চালার মতো তৃণমূল ভাঙল…

পঞ্চায়েত ভোটের (panchayat election) মনোনয়ন পর্বে মুর্শিদাবাদের (murshidabad) খড়গ্রামে গুলি করে খুন করা হয়েছে কংগ্রেস সমর্থক ফুলচাঁদ শেখকে। সেই খড়গ্রামে খড়ের চালার মতো তৃণমূল ভাঙল বলে জেলা কংগ্রেস জানাচ্ছে। রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) উপস্থিতিতে তিনশো জনের বেশি তৃণমূল ছেড়ে কংগ্রেসে সামিল হন বলে জানানো হয়।

পঞ্চায়েত ভোট মনোনয়ন জমার মাঝে খড়গ্রামে গুলি করে খুন করা হয় কংগ্রেস সমর্থক ফুলচাঁদকে। তদন্তে নেমে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। নিহতের আত্মীয়দের অভিযোগ, স্থানীয় তৃণমূল সমর্থক ইমরান খুন করেছে। খড়গ্রামে কংগ্রেস সমর্থক খুনের ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন। এই ঘটনার পর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, এলাকায় তৃণমূলের দাপট পঞ্চায়েত ভোটে শেষ হয়ে যাবে।

   

অন্যদিকে জেলার রানিনগরে বিপুল জমায়েত থেকে অধীর চৌধুরী পঞ্চায়েত ভোটে তৃণমূলকে ফের চ্যালেঞ্জ করেছেন। জেলা কংগ্রেস সূত্রে খবর, এদিন রানিনগরের জনসভা থেকে অধীর চৌধুরীর উপস্থিতিতে ৩ হাজারের বেশি তৃণমূল কংগ্রেস সমর্থক ফের কংগ্রেসে যোগদান করেন। রানীনগর -২ ব্লকে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা ঘিরে রানিনগরে বাম-কংগ্রেস সমর্থকদের তাড়া খেয়ে স্থানীয় ব্লক অফিস ঘিরে রাখা তৃণমূল সমর্থকরা পালায়। সেই ছবি রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন ফেলে দেয়। রানিনগরের সংঘর্ষের রেশ ধরে জেলার ডোমকল ছিল আরও উত্তপ্ত। ডোমকলে বাম-কংগ্রেস জোটের সাথে তৃণমূলের সংঘর্ষ তীব্র আকার নেয়। আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ।