‘মমতা চোর-মোদী চোর’ চিৎকারে ঠাকুরনগরে প্রবল উত্তেজনা

দুপক্ষ মুখোমুখি। চলছে পরস্পরের স্লোগানযুদ্ধ। বিজেপি (bjp) সমর্থকদের স্লোগান মমতা চোর, গোরু চোর। আর তৃণমূল সমর্থকদের (tmc) স্লোগান মোদী চোর। দুপক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের আশঙ্কা…

দুপক্ষ মুখোমুখি। চলছে পরস্পরের স্লোগানযুদ্ধ। বিজেপি (bjp) সমর্থকদের স্লোগান মমতা চোর, গোরু চোর। আর তৃণমূল সমর্থকদের (tmc) স্লোগান মোদী চোর। দুপক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে (thakurnagar) তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফর ঘিরে সরগরম পরিস্থিতি। 

ঠাকুরনগরে মতুয়া ধর্ম উপাসনা কেন্দ্র ঠাকুরবাড়ি ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সমর্থকরা পরস্পর মুখোমুখি অবস্থান নিয়েছেন। পরিস্থিতি রীতিমতো উত্তেজনাপূর্ণ। পুলিশ দিয়েও উত্তেজিত দুদলের সমর্থকদের বাগে আনা যাচ্ছেনা।

   

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মতুয়া রাজনীতি সরগরম।অভিষেক আসার আগেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পরেছে মন্দির চত্বর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তরজা।

জানা যাচ্ছে, অভিষেকের আসা নিয়ে মতুয়া সম্প্রদায়ের একাংশের মানুষ বলছেন মন্দিরে প্রবেশ করতে দেবেন না তাঁকে। তাদের দাবি, যতক্ষণ না ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রীর মন্তব্যের জন্য, ততক্ষণ প্রবেশ করতে দেবেন না তাঁকে। অপর দিকে, শান্তনু ঠাকুর বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তারপর গোবর দিয়ে শুদ্ধিকরণ করা হবে গোটা মন্দির।

তৃণমূল বলছে বিজেপির উস্কানিতে পরিস্থিতি গরম। বিজেপিকে ছাড় দেব না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে পোস্টার পড়েছে ঠাকুরবাড়ির মন্দির চত্বর এলাকায়, তাতে মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানানো হয়েছে। জানা যাচ্ছে, পোস্টারে লেখা রয়েছে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মুখ্যমন্ত্রী কুরুচিকর মন্তব্য করে অপমান করেছে তার জন্য ধিক্কার। পোস্টারের নীচে লেখা রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ৷