Hooghly: শুভেন্দুর সভায় যোগ দিতে বিজেপি কর্মীদের বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রবিবার উত্তপ্ত হয়ে ওঠে হুগলির আরামবাগ বোলুন্ডি এলাকা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপি কর্মীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল…

রবিবার উত্তপ্ত হয়ে ওঠে হুগলির আরামবাগ বোলুন্ডি এলাকা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনসভায় বিজেপি কর্মীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল ওঠে তৃণমূল কর্মীদের দিকে। মারধরের অভিযোগের পাশাপাশি বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করার অভিযোগও ওঠে।

জানা যাচ্ছে গিয়েছে, রবিবার বিকেলে আরামবাগে শুভেন্দু অধিকারীর জনসভা ও র্যাালি ছিল। মলয়পুর থেকে আরামবাগের বোলুন্ডিতে সভায় যোগ দিতে আসছিলেন কয়েকজন বিজপি কর্মী। অভিযোগ করা হচ্ছে যে সেখানেই তাদের আটকে রেখে মারধর করেন তৃণমূল কর্মীরা। আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা বলে জানা যাচ্ছে।

ঘটনার কথা জানতে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপি বিধায়ক মধুসূদন বাগ বলেছেন, “আজ বিরোধী দলনেতার আসার কথা। কিন্তু আজ যখন আমাদের লোকজন আসছিল সেই সময় তাদের ছেলেদের বাইক ভাঙচুর করা হয়েছে। জখম করা হয়েছে। আমরা পুলিশকে বলেছি। পুলিশ গিয়েছে।”আহত এক বিজেপি কর্মী বলেন, “আমাদের মোটর সাইকেল ভেঙে দিয়েছে। মারছে। ওরা জিজ্ঞাসা করছে আমরা বিজেপি করি কি না। আমরা হ্যাঁ বলতেই মারতে শুরু করল।”