
পঞ্চায়েত ভোটে রাজ্যের বিরোধী দল বিজেপি কি শাসক তৃণমূলের প্রতিপক্ষ ? রাজনৈতিক মহল বলছে, বিরোধী শক্তির রঙ পাল্টাচ্ছে দ্রুত। রাজ্যে বিজেপির বদলে সিপিআইএম হয়ে উঠছে মমতার মূল প্রতিপক্ষ। যার সাম্প্রতিক উজাহরণ হলো পশ্চিম মেদিনীপুরের পিংলা। এখানে তৃণমূল কংগ্রেস বনাম সিপিআইএমের সংঘর্ষে তীব্র উত্তেজনা। দুপক্ষের বেশ কয়েকজন জখম।
সিপিআইএমের স্খানীয় নেতাদের দাবি, বৃহস্পতিবার থেকে সংঘর্ষ চলছে। শুক্রবার পরিস্থিতি গরম। দলীয় সমাবেশের জন্য পতাকা বসাতে বাধা দেয় তৃণমূল। তাদের রুখে দেন বাম সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছে তৃ়ণমূল।
এদিকে পিংলার ক্ষীরাই জুড়ে থমথমে পরিস্থিতি। সেখানে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ। জখমদের চিকিৎসা চলছে মেদিনীপুরে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










