আজ অর্থাৎ বৃহস্পতিবার তৃণমূল (TMC) নেত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠিত কমিটি বৈঠক। বৈঠকে ‘ভূতুড়ে ভোটার’ রিপোর্ট সংগ্রহ করবে রাজ্য সভাপতি সুব্রত বক্সি। কোর কমিটির সদস্য এবং জেলার পদাধিকারীদের নিয়ে এই বৈঠক হবে তৃণমূল ভবনে। সেখানে স্ক্রুটিনির কাজ থেকে শুরু করে ‘ভূতুড়ে ভোটার’ ধরার নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
সাত দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ভূতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার খোঁজার জন্য নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলায় তৃণমূল নেতারা কাজে নেমে পড়েছেন। সাত দিন পর আজ তৃণমূল নেত্রীর গঠিত কমিটি বৈঠক বসবে এবং জেলা থেকে রিপোর্ট সংগ্রহ করবে সুব্রত বক্সি।
মমতা বন্দ্যোপাধ্যায় ৩৬ জনের একটি কমিটি তৈরি করেছিলেন। যারা ভোটার তালিকায় ভূতুড়ে নাম খুঁজে বের করার কাজ করছে। আজ প্রথম বেলা ওই কমিটি বৈঠক করবে, যেখানে জেলা সভাপতি ও চেয়ারম্যানরাও উপস্থিত থাকবেন। এ ছাড়া, বীরভূম থেকে কোর কমিটিও আসছে।
গত সাত দিনে ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক অভিযোগও উঠে এসেছে। আজ সেই তালিকা প্রকাশ হবে। নতুন কমিটিও গঠন হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সাত দিনের মধ্যে জেলা কমিটি ও কোর কমিটি তৈরি হবে। যারা ভোটার লিস্টের কাজ করবে, তাদের দক্ষতার উপর ভিত্তি করে কমিটিতে স্থান দেওয়া হবে। যারা ভালো কাজ করবেন, তাদের স্থান হবে, আর যারা অবহেলা করবেন, তাদের বাদ দেওয়া হবে। কাজের অগ্রগতি নিয়মিতভাবে তৃণমূল ভবনে পাঠাতে হবে সুব্রত বক্সির কাছে।
আজ সাতদিন পরে সেই রিপোর্ট খতিয়ে দেখা হবে। তৃণমূলের ভূতুড়ে ভোটার খোঁজার উদ্যোগে কতটা সফলতা এসেছে এখন সেটাই দেখার। আগামী দিনে দলের উপর এর প্রভাব কী হতে পারে, তাও নির্ভর করছে আজকের বৈঠকের উপর।