Jai Sree Ram: জয় শ্রীরাম বলায় পিটিয়ে ‘খুন’? ধুন্ধুমার রানাঘাটে, কাঠগড়ায় তৃণমূল

জোর করে সম্পত্তি হাতিয়ে নিতে এক দম্পত্তির বাড়িতে ঢুকে তাদের ওপর হামলা করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গৃহবধূকে মারধর করে পুড়িয়ে খুন…

murder in nadia

জোর করে সম্পত্তি হাতিয়ে নিতে এক দম্পত্তির বাড়িতে ঢুকে তাদের ওপর হামলা করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গৃহবধূকে মারধর করে পুড়িয়ে খুন করা হয়েছে এবং তাঁর স্বামীকেও মারধর করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি নেতা জগন্নাথ সরকার।

স্থানীয় সূত্রে খবর, রানাঘাট থানার পায়রাডাঙা এলাকায় পাড়ার ছেলেদের খেলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে এই দম্পতির সঙ্গে প্রতিবেশী কয়েকজন যুবক ও মহিলার তর্ক-বিতর্ক চলছিল। অভিযোগ ওঠে, রবিবার সন্ধ্যায় অঞ্জলি কর্মকারের বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। পুলিশ যতক্ষণে খবর পায় ততক্ষণে মৃত্যু হয় ওই মহিলার। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিন হাসপাতালে মৃতার স্বামীর সঙ্গে দেখা করতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি বলেন, আক্রান্ত বিজেপি কর্মী সুবল ভিক্ষাবৃত্তি করে সংসার চালান এবং তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন। ‘জয় শ্রীরাম’ বলাতে তার ওপর এই ধরনের দুষ্কৃতী হামলা হয়েছে! তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

নিহত অঞ্জলি কর্মকারের স্বামী জানিয়েছেন, আগেও তাঁদের ওপরে হামলা হয়েছিল। তখন রানাঘাট থানায় বিশ্ব রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলেন তাঁরা। কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ।