Bengal Safari Park: শেষ আষাঢ়ে মেঘ ডাকছে, ছানা হল বাঘিনি কিকার

বেঙ্গল সাফারি পার্কে সাদা বাঘিনী কিকা জন্ম দিল আরও এক শাবকের। গত সপ্তাহেই দুই শাবকের জন্ম দিয়েছিল কিকা। তার মধ্যে একটি শাবকের মৃত্যু হলেও আরেকটি…

বেঙ্গল সাফারি পার্কে সাদা বাঘিনী কিকা জন্ম দিল আরও এক শাবকের। গত সপ্তাহেই দুই শাবকের জন্ম দিয়েছিল কিকা। তার মধ্যে একটি শাবকের মৃত্যু হলেও আরেকটি সুস্থ রয়েছে। নতুন অতিথির নিয়ে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ। সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে হল ১১ টি। বাঘের সংখ্যা এভাবে বৃদ্ধি পাওয়ায় জু অথরিটির নজর কেড়েছে বেঙ্গল সাফারি পার্ক

Advertisements

শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক সূত্রের খবর ১২ জুলাই সাদা বাঘ কিকা দুটি সন্তান প্রসব করে। তবে দুটোর মধ্যে একটি মৃত। কিকা ও তার আরেক জীবিত সন্তানকে ২৪ ঘণ্টা কড়া নজরদারিতে রাখা হয়েছে। এর ফলে বাঘের সংখ্যা বেড়ে হল ১১।

Advertisements

২০১৭ সালে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার আনা হয়েছিল শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে। দুই রয়্যাল বেঙ্গল টাইগার – একটি শিলা এবং আরেকটি স্নেহাশিস। এর কিছুদিন পর আনা হয় আরও একটি বাঘ, যার নাম বিভান। তারপর ১১ মে ২০১৮ সালে শিলা অন্তঃসত্ত্বা হয়। এরপর শিলা জন্ম দেয় তিন শাবকের। তার মধ্যে একটি ছিল সাদা বাঘ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেই সাদা বাঘের নাম দেন কিকা। সেই কিকাই এবার জন্ম দিল ফুটফুটে এক ছানাকে।

এই বিষয়ে বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর কমল সরকার জানান, “চলতি মাসের ১২ তারিখ দুপুরের দিকে কিকা দুটি সন্তান প্রসব করে। যাদের মধ্যে একটি মৃত। মৃত বাচ্চাই প্রসব করে সে। তবে মা ও বাচ্চা দুজনই ভালো আছে। বেঙ্গল সাফারি পার্কে প্রজনন থেকে তাদের বেড়ে উঠা সবটাই ভালো ভাবে চলছে।“