হাজার হাজার কোটি টাকা বকেয়া থাকলেও ১০০ দিনের কাজ প্রকল্পে সেরা বাংলা

১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্র আটকে রেখেছে হাজার হাজার কোটি টাকা এমনই অভিযোগ রাজ্য সরকারের । তবুও এই মনরেগা প্রকল্পে দেশের সেরা হল পশ্চিমবঙ্গ। কেন্দ্রের…

১০০ দিনের কাজের প্রকল্পে কেন্দ্র আটকে রেখেছে হাজার হাজার কোটি টাকা এমনই অভিযোগ রাজ্য সরকারের । তবুও এই মনরেগা প্রকল্পে দেশের সেরা হল পশ্চিমবঙ্গ। কেন্দ্রের মোদী সরকারের রিপোর্টেই এই তথ্য সামনে এসেছে।

দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি বারবার অভিযোগ করেছে, ১০০ দিনের কাজ বা মনরেগা প্রকল্পে নরেন্দ্র মোদী সরকার দীর্ঘদিন ধরে টাকা আটকে রেখেছে। মোদী সরকার টাকা না দেওয়ায় শ্রমিকদের মজুরি দেওয়া যাচ্ছে না। যার ফলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

জানা গিয়েছে, মনরেগা প্রকল্পে মজুরি বাবদ ৪০৬০ হাজার কোটি টাকারও বেশি বকেয়া রেখে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। একই সঙ্গে আটকে আছে আরও ৯ হাজার কোটি টাকা। বিষয়টি জানার পরেই এই টাকা আদায়ে কেন্দ্রের ওপর চাপ বাড়িয়েছে বিরোধীরা। দুদিন আগে গ্রামীণ বিকাশ ও পঞ্চায়েতীরাজ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ছিল। সেখানেই বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য বিরোধীরা মোদী সরকারের কাছে আর্জি জানিয়েছে।

ওই বৈঠকে ১০০ দিনের কাজের প্রকল্পে দীর্ঘদিন ধরে বিপুল টাকা বকেয়া রাখায় মোদী সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ জানিয়েছে প্রায় প্রতিটি রাজনৈতিক দল। বিরোধীরা এই প্রকল্পের শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং প্রকল্পে প্রস্তাবিত বরাদ্দ বাড়ানোর জন্য বিজেপি সরকারের কাছে আর্জি জানিয়েছে। যদিও মোদী সরকার এই প্রকল্পে বরাদ্দের পরিমাণ বাড়ানো তো দূরের কথা বরং তা ক্রমশ কমিয়ে চলেছে।

চলতি অর্থবর্ষে মনরেগা প্রকল্পে ৭৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। পরে তা কমিয়ে ৭৩ হাজার কোটি টাকা করা হয় মোদী সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে কমিটির প্রত্যেক সদস্য।

ওই কমিটির রিপোর্ট থেকে জানা গিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে মোদী সরকার ৪০৬০ কোটি টাকা বকেয়া রেখে দিয়েছে। মনরেগা প্রকল্পে কর্মরত শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। কর্মীদের মজুরি বাবদ অর্থ বকেয়া রাখা এবং মজুরির পরিমাণ বৃদ্ধি না করার জন্য মোদি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছে প্রতিটি অবিজেপি দল।

অন্যদিকে কেন্দ্রের রিপোর্ট থেকেই জানা গিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ১০০ দিনের কাজের প্রকল্পে এক নতুন মাইলস্টোন স্পর্শ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ওই রিপোর্ট থেকে জানা গিয়েছে, ১০০ দিনের কাজের প্রকল্পে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে এ রাজ্য।  ২০২১-২২ অর্থবর্ষে এই প্রকল্পে বাংলায় এক কোটি এক লক্ষের বেশি মানুষ কাজ পেয়েছেন। যা গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি।

কেন্দ্রের ওই রিপোর্টে থেকে দেখা যাচ্ছে, ১০০ দিনের কাজের প্রকল্পে কর্মদিবস তৈরির নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান ও অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে ও বিজেপি শাসিত কোনও রাজ্যই প্রথম তিনে জায়গা করে নিতে পারেনি