Loksabha election 2024:দিল্লিতে ‘ভূমিকম্প’ হওয়ার দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গে মাটি এখন পাখির চোখ তৃণমূলের কাছে। আজ সকালেই উত্তরবঙ্গে জোড়া সভা করেছেন তৃণমূল সুপ্রিমো। সেই উত্তরবঙ্গে বিকেলে সভা করলেন তৃণমূলের স্বঘোষিত যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।…

abhishke banerjee

উত্তরবঙ্গে মাটি এখন পাখির চোখ তৃণমূলের কাছে। আজ সকালেই উত্তরবঙ্গে জোড়া সভা করেছেন তৃণমূল সুপ্রিমো। সেই উত্তরবঙ্গে বিকেলে সভা করলেন তৃণমূলের স্বঘোষিত যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধুপগুড়ির ঝুমুর সেতু সংলগ্ন মাঠে এইদিন সভা করলেন তৃণমূল সাংসদ।জলপাইগুড়ি কেন্দ্রের প্রার্থী ড. নির্মল চন্দ্র রায়ের সমর্থনে তিনি জনসভা করলেন। সকাল থেকেই এই জনসভার ছবি সমাজমাধ্যমে পোস্ট করে তৃণমূলের তরফে দাবি করা হয় সভা কানায় কানায় পূর্ণ। প্রসঙ্গত উত্তরবঙ্গে ঝড়ের পড় তিনি ছুটে এসেছিলেন। তারপর তাঁর এই জনসভা। যদিও নির্ধারিত সময়ের বেশ খানিকটা সময় পড়ে তিনি জনসভা শুরু করলেন।

তিনি সভা শুরু করেই বললেন যে, ” আজকের এই ভিড় দেখে দিল্লিতে নিশ্চয় ভূমিকম্প হবে।” সভার শুরুতেই তাঁর মুখে ‘ধুপগুড়ি মহকুমা হয়েছে’। তাঁর কথায় ফের ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা।” উত্তরবঙ্গে ঝড়ের প্রসঙ্গ টেনে বললেন, ” ঝড়ের পর কিন্তু দিদিই ছুটে এসেছিল। মোদী কিন্তু আসেনি।” তিনি বলেন, ” আমার কাছে জলপাইগুড়ি যা আমার কাছে ডায়মণ্ডহারবার তাই।” তিনি ফের জলপাইগুড়ি আসার কথা বলেন। তিনি বলেন, ” জুনের শেষে আমি আসব। আপনাদের কাছে একটা নম্বর দিয়ে যাব। কাকে আপনারা বিধায়ক চান সেটা জানাবেন। তাই হবে। ” তিনি আবেদন করেন, ” ১৯ তারিখ এত জোড়ে বোতাম টিপবেন যেন দিল্লিতে থাকা নেতাদের পায়ের তলায় মাটি নড়ে যায়।” তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ” আপনারা বিজেপিকে নেংটি ইঁদুরকে বাঘ বানিয়েছেন। সেই বাঘ এইবার আপনাকে খেতে যাচ্ছে। তাই বাঘকে আবার নেংটি ইঁদুর বানিয়ে দিন।”

আবারও তিনি শ্বেতপত্র প্রকাশের হুঁশিয়ারি দিলেন।তিনি সভাশেষে বলেন, ” হলদিবাড়ি শহরে ১৫০ মিটার ওভারব্রিজের প্রয়োজন। এই ব্রিজটি করতে ১৮ কোটি খরচ হবে। ক্রান্তি ব্লকের সঙ্গে মাল ব্লকের একটি ব্রিজ তৈরি করতে হবে। দুটি ব্রিজই আমাদের সরকার করে দেবে। কথা দিলাম।” আবাস প্রসঙ্গে তিনি বলেন, ” আমরা বাড়ি তৈরি করে দেব। কারুর ওপর নির্ভর করে থাকতে হবে না।” সবশেষে বলেন, ” এটাই প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট।”