পুরভোটে গোহারান হেরে ফের বঙ্গ বিজেপিতে রদবদলের সম্ভাবনা

কয়েকমাস আগে রদবদলের কারণেই উত্তপ্ত হয়ে উঠেছিল বঙ্গ বিজেপি। পরিস্থিতি পুরোপুরি সামলে ওঠার আগেই ফের রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে গেরুয়া শিবিরে। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত…

BJP

কয়েকমাস আগে রদবদলের কারণেই উত্তপ্ত হয়ে উঠেছিল বঙ্গ বিজেপি। পরিস্থিতি পুরোপুরি সামলে ওঠার আগেই ফের রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে গেরুয়া শিবিরে। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত মালব্যের এক মন্তব্যে এমন ধারণা তৈরি হল।

আরও পড়ুন: করোনা কাটিয়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী নিয়ে সোমবার শুরু মাধ্যমিক

শনিবার একটি বৈঠকে অমিত মালব্য জানান, ‘দল একক ব্যক্তির নয়, সকলকে নিয়ে তৈরি হয়। দল গঠনের সিদ্ধান্ত কখনও ভুল হতে পারে। তবে সেই ভুল শুধরে নেওয়া যায়।’ এরপরই জল্পনা শুরু হয় তাহলে একবার আবার নতুন করে দল গঠন করতে চাইছে বঙ্গ বিজেপি।

আরও পড়ুন: Punjab: গুলিবিদ্ধ ৫ BSF কর্মীর মৃত্যু, প্রবল আলোড়ন

পুরভোটে বিজেপি যেভাবে পরাজিত হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলের এমন হার মেনে নেওয়া যায় না বলেই মনে করেন অনেকে। তাই এরপর দল গঠনের জল্পনা অনেকেই সত্যি বলেই মেনে নিচ্ছেন। বিজেপি নেতা তথাগত রায় নিজেই তাঁর দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন।

Advertisements

আরও পড়ুন: Ukraine War: “জীবন আর দাসত্বের মাঝখানে যুদ্ধ করছি”, রক্তস্নাত ইউক্রেন থেকে বার্তা জেলেনস্কির

গত বছরের শেষে বিজেপির রদবদল হয়। পদ হারান সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার সহ অনেকেই। এরপর থেকে বিদ্রোহ শুরু হয়ে দলের ভিতরেই। বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ সভাপতি জয়প্রকাশ, বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ক্ষোভে সোশ্যাল মিডিয়া গ্রুপ ত্যাগ করেন। জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারিকে দলের বিরুদ্ধে যাওয়ার জন্য সাময়িক বহিষ্কার করা হয়। এইসময়ে ফের একবার রদবদল বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।