Punjab: গুলিবিদ্ধ ৫ BSF কর্মীর মৃত্যু, প্রবল আলোড়ন

চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল অমৃতসর। জানা গিয়েছে, রবিবার সকালে পাঞ্জাবের অমৃতসরে তাদের মধ্যে একজন নিরাপত্তা রক্ষী তার সহকর্মীদের উপর নির্বিচারে গুলি চালালে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)…

চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল অমৃতসর। জানা গিয়েছে, রবিবার সকালে পাঞ্জাবের অমৃতসরে তাদের মধ্যে একজন নিরাপত্তা রক্ষী তার সহকর্মীদের উপর নির্বিচারে গুলি চালালে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ সদস্য নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এই ঘটনায় নিহতদের মধ্যে সিটি সত্তেপ্পা এস কে নামে ওই বন্দুকধারীও ছিলেন। তিনি নিজেও নিহত হয়েছেন বলে খবর। আরও একজন কর্মী আহত হয়েছেন এবং বাকিদের অবস্থা আশঙ্কাজনক। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক ফ্রন্টে আত্তারি-ওয়াঘা সীমান্ত ক্রসিং থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে খাসা এলাকার ফোর্স মেসে এই ঘটনা ঘটে। কর্ম কর্তারা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত চলছে।

জানা গিয়েছে, কর্তব্যে বিরক্ত বিএসএফের এক জওয়ান রবিবার সকালে মেসে সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। এখনও পর্যন্ত এই ঘটনায় পাঁচ বিএসএফ জওয়ান নিহত হয়েছেন। ঘটনার বিষয়ে এক বিএসএফ কর্তা বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক ঘটনা। গুলি চালানোর কারণ জানতে কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় মৃত জওয়ানদের মধ্যে ছিলেন হেড কনস্টেবল ডিএস তোরস্কার, হেড কনস্টেবল বলজিন্দর কুমার এবং কনস্টেবল রতন চাঁদ।’