ভাঙড়ে একাধিক জনকে কুপিয়ে খুনের চেষ্টা

পঞ্চায়েত ভোট থেকে যে ভয়াবহ পরিস্থিতি চলছে তার রেশ ধরে অশান্তি পরিবেশ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। রাস্তা নিয়ে পারিবারিক বিবাদের জেরে ভাঙড়ে ধারাল অস্ত্র দিয়ে…

short-samachar

পঞ্চায়েত ভোট থেকে যে ভয়াবহ পরিস্থিতি চলছে তার রেশ ধরে অশান্তি পরিবেশ দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। রাস্তা নিয়ে পারিবারিক বিবাদের জেরে ভাঙড়ে ধারাল অস্ত্র দিয়ে পরপর ৫ জনকে কোপানোর অভিযোগ। মহিলারা আক্রান্ত। আহতরা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। 

   

রাজনৈতিক কারনে এমনিতেই রক্তাক্ত ভাঙড়। একাধিক খুনের ঘটনা ঘটেছে। তবে এবারের রক্তাক্ত কাণ্ড পারিবারিক ঝগড়া। কাশীপুর থানার সাতুলিয়ায় রাস্তা নিয়ে পারিবারিক ঝগড়া থেকে পরস্পরকে কোপানো হয় বলে অভিযোগ।

এলাকাবাসী জানান, সাতুলিয়ার দীন মহম্মদ হালদার ও তার ভাইয়ের মধ্যে পারিবারিক ঝগড়ার কারণ একটি রাস্তা। এর জেরে দীন মহম্মদের পরিবারের উপর চড়াও হয় তার ভাইয়ের ছেলে বাপ্পা। একটি দা দিয়ে সে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে। জখম হন মহিলা সহ পাঁচ জন। রক্তাক্ত এই ঘটনায় তীব্র আতঙ্ক।