Mohan Bagan SG: কোচ-ফুটবলারদের বরণ করে নিতে পারেন সমর্থকরা

খাতায় কলমে অনুশীলন শুরু করে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohan Bagan SG)। গত দুই দিন ক্লোজ ডোর অনুশীলন করিয়েছেন হেড কোচ হুয়ান ফেরান্দো

Mohan Bagan

খাতায় কলমে অনুশীলন শুরু করে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট (Mohan Bagan SG)। গত দুই দিন ক্লোজ ডোর অনুশীলন করিয়েছেন হেড কোচ হুয়ান ফেরান্দো। আজ মরসুম শুরু হওয়ার আগের প্রথম ওপেন প্র্যাকটিস সেশন। বিশেষ উদ্যোগ নিতে পারেন বাগান সমর্থকরা।

ক্লোজ ডোর অনুশীলন হওয়া ফুটবলারদের সেভাবে কাছ থেকে দেখার সুযোগ পাননি মোহনবাগান সমর্থকরা। আজ সেই সুযোগ পাবেন। ক্লাবের মাঠে অনুশীলন করতে নামবে স্কোয়াড। উপস্থিত থাকবেন সবুজ মেরুন সমর্থকরা। অনুশীলনের প্রথম দিনে কোচ এবং খেলোয়াড়দের বরণ করে নেওয়া রীতিতে পরিণত করেছেন বাগান সমর্থকরা। এবারেও তার ব্যতিক্রম হবে না। প্রশিক্ষক এবং খেলোয়াড়রা যখন এদিন মাঠে নামবেন তখন মোহনবাগান মাঠের মেম্বার গ্যালারি থেকে শুরু হবে পুষ্প বৃষ্টি। গান, স্লোগানের মধ্য দিয়ে মুখরিত হবে মঙ্গলবারের মোহনবাগান মাঠ। ফুটবলারদের উজ্জীবিত করবেন সবুজ মেরুন সমর্থকরা।

ইতিমধ্যে অনুশীলনের কিট প্রকাশ করা হয়েছে। এবার নতুন মরসুমের জন্য উন্মোচন করা হবে নতুন জার্সি। সেই সঙ্গে স্কোয়াডের প্রিয় ফুটবলারদের আরও কাছ থেকে দেখে নেওয়ার সুযোগ। নতুন খেলোয়াড়রা সমর্থকদের নজরে হয়তো আরো বেশি করে থাকবেন। বিশেষত জেসন কামিংস। কলকাতা বিমানবন্দরে পা রাখার পরেই তিনি টের পেয়েছিলেন মোহনবাগান সমর্থকদের আবেগ কতটা হতে পারে।
মোহন বাগান সুপার জায়ান্টের সব ফুটবলার এখনও কলকাতায় এসে পৌঁছাননি। দুই বিদেশি দিমি পেত্রাতস এবং ব্র্যান্ডন হামিল এখনও উপস্থিত হননি। তাদেরও আসার সময় হয়ে এসেছে।