পঞ্চায়েত ভোটের পকই জেলায় জেলায় তৃণমূলে যোগদানের হিড়িক। দিকে দিকে ফুটে উঠছে সেই চিত্র।বিরোধী দলগুলোর জয়ীরা যোগ দিচ্ছেন শাসকদলে। বিজেপি,বাম, কংগ্রেসের তরফে চলছে দলবদল।কংগ্রেসের হয়ে ভোটে জয়ী হওয়ার পরে তৃণমূলের যোগদান করেন (Birbhum) বীরভূমে সিউড়ি ১ নং ব্লকে পূর্ণিমা দাস। তৃণমূলে যোগ দিতেই দলীয় পতাকা তুলে দেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী।
অন্যদিকে মুরারইয়ে কংগ্রেসের পাঁচজনের একজন যোগদান করেন। দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কংগ্রেস জয়ী প্রার্থী পূর্ণিমা কেন যোগ দিচ্ছেন তৃণমূলে জানতে চাওয়ায় তিনি বলেন, দিদিকে ভালো লেগে এসেছি।
এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী বলেছেন, “কংগ্রেসের বিজয়ী প্রার্থী পূর্ণিমা দাস, ওই অঞ্চলের কংগ্রেসের সভাপতি তাদের দলবল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বিশ্বাস রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে গুরুত্ব দিয়ে আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল।” তিনি আরও বলেন, মানুষের উন্নয়নকে যদি গুরুত্ব দিতে হয়, তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে।
বীরভূমের কংগ্রেস জেলা সহ সভাপতি বলছেন, তৃণমূল ব্যালট খেতে পারে, মেম্বার খাওয়া এমন কিছু না। মানুষ সব দেখছে। এত খাওয়ার ফলে মানুষ তাদেরকে কী নজরে দেখছে যখন সঠিকভাবে ভোট হবে, তখন আপনারা বুঝতে পারবেন।