Md Salim: কাটবে শূন্য গেরো? সেলিমকে দেখে সীমান্তরক্ষী বললেন ‘আপ জিত গ্যায়ে স্যার’

সীমান্তরক্ষীর ভবিষ্যতবাণীতে আপ্লুত বাম সমর্থকরা। সিপিআইএমের রাজ্য সম্পাদক ও মুর্শিদাবাদ কেন্দ্রের জোট প্রার্থী মহম্মদ সেলিমকে (Md Salim) দেখে সীমান্তরক্ষী বলেছেন ‘আপ জিত গ্যায়ে স্যার’! ভিডিও…

Md Salim

সীমান্তরক্ষীর ভবিষ্যতবাণীতে আপ্লুত বাম সমর্থকরা। সিপিআইএমের রাজ্য সম্পাদক ও মুর্শিদাবাদ কেন্দ্রের জোট প্রার্থী মহম্মদ সেলিমকে (Md Salim) দেখে সীমান্তরক্ষী বলেছেন ‘আপ জিত গ্যায়ে স্যার’! ভিডিও ভাইরাল। সেলিম ও সীমান্তরক্ষীর পারস্পরিক সৌজন্য বিনিময়ের এই ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ল।

লোকসভা নির্বাচনে রাজ্যে কি বাম শিবিরের শূন্য গেরো কাটবে? রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে পঞ্চায়েত ভোটে কমপক্ষে ২৪ শতাংশ ভোট তুলে এনেছে সিপিআইএম,সযা রীতিমতো চমকদার। আর মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস ও বাম জোটের মিলিত ভোটের হার শাসক তৃণমূলের কাছে চিন্তার কারণ। পরিসংখ্যান দেখে মুর্শিদাবাদ কেন্দ্রে ঝাঁপিয়ে পড়েছে বাম-কংগ্রেস জোট। জেলার দুটি আসন বহরমপুর ও মুর্শিদাবাদ থেকে জয় তুলে আনতে হাত মিলিয়ে লড়ছে কংগ্রেস ও সিপিআইএম।

রাজ্যে এবার কয়েকটি কেন্দ্রে জোটে জট থাকলেও মুর্শিদাবাদ জেলার তিনটি আসন  বহরমপুর, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভা আসনে জোট সর্বাত্মক বলেই দুই দলের দাবি। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী বলেছেন, ‘মহম্মদ সেলিম জিতে বসে আছেন। জিতবেন।’ আসন শূন্যের তকমা কাটাতে মরিয়া সিপিআইএম শুরু করেছে প্রচার। সেলিমের প্রচারে সামিল হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। মুর্শিদাবাদ কেন্দ্রে তৃণমূল বনাম জোটের লড়াই তীব্র।

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় অর্থাত ৭ মে ভোটগ্রহণ করা হবে মুর্শিদাবাদে। তৃ়নমূল, বাম-কংগ্রেস জোট, বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। তবে জোটের  কাঁটা শরিক দল আইএসএফ। সিপিআ়ইএম সূত্রে খবর, ভোট ভাগাভাগি রুখতে চেষ্টা চলছে।