বাংলা এবং ওড়িশা সীমান্তে আটকে মাছ-ডিম ভর্তি লরি! নাগালে থেকেও মিলছে না আলু

এই রাজ্য থেকে আলু না গেলে ওই রাজ্য থেকে আসবে না মাছ এবং ডিম। শুধুমাত্র আলুর জন্য ওড়িশা (Odisha) সীমান্তে মাছ এবং ডিমের লরি আটকে…

west bengal and odisha

এই রাজ্য থেকে আলু না গেলে ওই রাজ্য থেকে আসবে না মাছ এবং ডিম। শুধুমাত্র আলুর জন্য ওড়িশা (Odisha) সীমান্তে মাছ এবং ডিমের লরি আটকে দিল ওড়িশার স্থানীয় জনতা। তাঁদের দাবি বাংলা থেকে পর্যাপ্ত পরিমাণ আলু ওড়িশায় না গেলে তাঁরাও বাংলায় ঢুকতে দেবে না প্রয়োজনীয় ডিম এবং মাছ! শুক্রবার সকালে বাংলা ওড়িশার সীমান্তে মাছ এবং ডিম ভর্তি লরি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। তাহলে কি বাংলায় ডিম এবং মাছের জোগানের অভাব পড়বে, উঠেছে প্রশ্ন।

এসবিআইয়ের জিডিপি রিপোর্টে অশনি সংকেত! চিন্তা বাড়ল মোদী সরকারের

   

শুক্রবার সকালে মাঙ্গুলি জেলার কাছে অবস্থিত ১৬ নম্বর জাতীয় সড়কে লাইন দিয়ে লরির সারি দেখা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে ওড়িশার রাজধানী কটকের বাজারে এক কেজি আলু বিক্রি হয়েছে ৬০ টাকা। এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে কখন কখন আলু ৭০ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। ইদানীং ওড়িশার বাজারে আলু এখন বাংলার বদলে ওড়িশার থেকে আসছে। শুধু তাই নয়, ওড়িশার বেশিভাগ আলুর গোডাউন এখন খালি পরে আছে।

ইলেকট্রিক বাইকের ফের টিজার ছাড়ল Ola, লঞ্চ ১৫ অগস্ট

বাংলা থেকে কেন আলুর লরি ওড়িশায় যাচ্ছে না সেই দিকে ওড়িশার প্রশাসন নজর রাখছে। শুধু আলু নয়, আলুর পাশাপাশি নিত্যনইমিত্তিক সবজির দামও বহুগুন বেড়ে যাওয়ার ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অন্যদিকে আলুর দাম কিছুতেই কমছে না কলকাতার বাজারে। শহরতলির বাজারেও আলুর দাম যে কমে গিয়েছে এমনটাও নয়। এখনও কলকাতার বাজারে আলুর দামে ৩৫ থেকে ৪০ এর মধ্য়ে ঘোরাফেরা করছে। এদিকে আলু ব্যবসায়ীদের ধর্মঘট উঠে গিয়েছে। তারপর অনেকেই আশা করেছিলেন এবার হয়তো আলুর দাম কমবে। কিন্তু তেমনটা হল না। কমল না আলুর দাম।