‘সুপার স্প্রেডার’ গঙ্গাসাগরে পরীক্ষা ছাড়াই পাড়ি পূণ্যার্থীদের

করোনার বাড়তি সংক্রমণ উপেক্ষা করেই শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। শুরুতেই পূণ্যার্থীদের ভিড় দেখে আতঙ্কিত চিকিৎসক মহল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা বিধি মেনে মেলা চালু রাখার ঘোষণা করলেও আসলে কতটা বিধি মেনে মেলা চলছে তা নিয়ে তীব্র সন্দেহ রয়েছে।

গঙ্গাসাগর মেলা শুরুর আগেই বাবুঘাট ট্রানজিট ক্যাম্প সহ আরও কয়েকটি গঙ্গাসাগর শিবিরে করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মেলা শুরু হওয়ার পরই নজরে এল আরও এক উদ্বেগজনক চিত্র। করোনা পরীক্ষা ছাড়াই মেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বহু পূণ্যার্থী।

   

গঙ্গাসাগর মেলায় কেবল রাজ্য না দেশের প্রান্ত থেকেও অগুণতি পূণ্যার্থী আসেন। হাওড়া স্টেশনের নিকটবর্তী বাসস্ট্যান্ডে বহু পূণ্যার্থী ভিড় জমিয়েছে মেলায় পৌঁছানোর উদ্দেশ্যে। কিন্তু সেখানে করোনা পরীক্ষা করার কোনও ব্যবস্থা চোখে পড়েনি। সেই সমস্ত পূণ্যার্থীরা আগে থেকে পরীক্ষা করিয়েছেন কিনা কিংবা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন কিনা সেবিষয়েও কোনো নিশ্চয়তা নেই। এমনকি, বাসে ওঠার আগে বাধ্যতামূলক থার্মাল চেকিংয়ের ব্যবস্থাও নেই।

একটি তালিকা বলছে, বুধবার পর্যন্ত ৫৫০-এর বেশি পূণ্যার্থী হাওড়া থেকে মেলা রওনা দিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো তাদের কারোরই করোনা পরীক্ষা হয়নি। সুতরাং, তাদের একজনও করোনা আক্রান্ত কিনা তার কোনও তথ্য নেই।

ইতিমধ্যেই মেলায় যারা পৌঁছেছেন তাদের অনেকের মুখেই মাস্ক নেই। করোনা বিধির তোয়াক্কা না করেই চলছে পূণ্য স্নান। চিকিৎসকদের মতে, করোনা বিধি মেনেও গঙ্গাসাগর মেলায় সংক্রমণ আটকানো যাবেনা। এত লোকের সমাগমে মেলাই হয়ে উঠবে ‘সুপার স্প্রেডার’। যার ফল ভোগ করতে হবে গোটা রাজ্যকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন