নাবালিকা ধর্ষণের সাজা অপরিবর্তিত থাকবে, রায় হাইকোর্টের

নাবালিকা ধর্ষণের একটি মামলায় অভিযুক্তের সাজা অপরিবর্তিত রাখল কলকাতা হাইকোর্ট। স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় সাজা সমান থাকবে। আজ থেকে প্রায় ১২ বছর আগে অর্থাৎ ২০১০…

high-court

নাবালিকা ধর্ষণের একটি মামলায় অভিযুক্তের সাজা অপরিবর্তিত রাখল কলকাতা হাইকোর্ট। স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় সাজা সমান থাকবে।

আজ থেকে প্রায় ১২ বছর আগে অর্থাৎ ২০১০ সালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গায় এক নাবালিকা নিখোঁজ হয়। পরে আমিরুল নামে এক যুবকের বিরুদ্ধে নাবালিকার পরিবারের পক্ষ থেকে করা অপহরণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পাঁচ থেকে ছয় মাস পর হুগলীর একটি এলাকা থেকে নাবালিকা সহ অভিযুক্তকে আটক করে পুলিশ। জানা যায়, আমিরুল এবং তাঁর বন্ধুরা মিলে নাবালিকাকে ধর্ষণ করে।

অভিযুক্তরা পাল্টা জানায়, নাবালিকার সঙ্গে আমিরুলের সম্পর্ক ছিল। নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিল সে। অপহরণ করা হয়নি। কিন্তু কোনও যুক্তিযুক্ত প্রমাণ দিতে না পারায় নিম্ন আদালত অভিযুক্তদের সাজাস্বরুপ ১০ বছরের কারাবাস ও জরিমানা দেয় আদালত। এই সাজাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে মূল অভিযুক্ত আমিরুল। সে জানায়, নাবালিকার বাড়ি থেকে জোর করে বিয়ে ঠিক করায় তার মা মেয়েকে পালিয়ে যেতে সাহায্য করে। কিন্তু এখানেও ধর্ষণের অভিযোগ সত্য প্রমাণিত হয়। তার ভিত্তিতে নিম্ন আদালতের রায়কেই মান্যতা দিল আদালত।