বাঁকুড়ায় বিজেপির মণ্ডল সভাপতি সহ শতাধিকের পদত্যাগ

বিদ্রোহীদের চড়া সুরে একেই অস্বস্তিতে বঙ্গ বিজেপি। সেই অস্বস্তি আরও বাড়িয়ে রবিবার বাঁকুড়ার শতাধিক বিজেপি কর্মী পদত্যাগ করেন। বাঁকুড়ায় বিজেপির স্থানীয় সাংসদ , বিধায়ক ও…

BJP

বিদ্রোহীদের চড়া সুরে একেই অস্বস্তিতে বঙ্গ বিজেপি। সেই অস্বস্তি আরও বাড়িয়ে রবিবার বাঁকুড়ার শতাধিক বিজেপি কর্মী পদত্যাগ করেন।

বাঁকুড়ায় বিজেপির স্থানীয় সাংসদ , বিধায়ক ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে সমস্ত পদের দায়িত্ব ত্যাগ করলেন ছাতনা ১ মণ্ডলের সভাপতি জীবন মণ্ডল সহ ১৩০ জন দলীয় নেতা। পদত্যাগী সভাপতি পথে নেমে সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করেন, সাংসদ নিজের ইচ্ছায় জেলায় কমিটি তৈরি করেছেন। এমনকি অনেক ক্ষেত্রে শাসক দলের মতামত রয়েছে। বাংলায় বিজেপিকে শেষ করার চেষ্টা করছেন দলীয় সাংসদই।

তিনি আরও জানান, দলের বিরুদ্ধে কিংবা দলকে ক্ষতি করতে পারে এমন সদস্য যে পদেই থাকুক না কেন সহ্য করা হবে না। ১৩০ জন বিজেপি কর্মীর পদত্যাগের কথাও তিনি ঘোষণা করেন। কেউই মণ্ডল কমিটির একটি সদস্য সাংসদ বিধায়কের নেতৃত্বে কমিটিতে থাকতে চান না।

জানা গিয়েছে, জীবন মণ্ডলকে একাধিকবার দল থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তবে এদিন কি কারণে পদত্যাগ তা খতিয়ে দেখবে দলীয় নেতৃত্ব এবং তাঁর সাথে আর কারা পদত্যাগ করছেন তাঁদের সাথে কথা বলা হবে।