হঠাৎ ‘সাহসী’ পুলিশ ছুটল ‘তৃণমূল বাইক বাহিনী’র পিছনে

পঞ্চায়েতের পুর্ননির্বাচনে হঠাৎ ‘সাহসী’ পুলিশ! ভোট গ্রহণ পর্ব চলাকালীন ব্যারাকপুকের শিউলি গ্রাম পঞ্চায়েতের ৪৩ এবং ৪৪ নং বুথের দিকে আসছিল বাইক বাহিনী। অভিযোগ শাসকদল তৃণমূলের…

পঞ্চায়েতের পুর্ননির্বাচনে হঠাৎ ‘সাহসী’ পুলিশ! ভোট গ্রহণ পর্ব চলাকালীন ব্যারাকপুকের শিউলি গ্রাম পঞ্চায়েতের ৪৩ এবং ৪৪ নং বুথের দিকে আসছিল বাইক বাহিনী। অভিযোগ শাসকদল তৃণমূলের বাইক বাহিনী বুথ লুঠ করতে আসছিল ফের। তবে আজ যেন সব অন্যরকম! আচমকা পুলিশের ধাওয়া শুরু হলো। ‘ধর ধর ধর’ করে পুলিশ ছুটল। তাড়া খেয়ে পালাল বাইক বাহিনী।

শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন উত্তর ২৪ পরগনার এই ব্যারাকপুরের মোহনপুরে আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতিদের ছবি দেখা গেছিল। অভিযোগ তারা শাসকদল তৃ়ণমূল ঘনিষ্ঠ। প্রকাশ্যে গুলি চালায় তারা। পরে পুলিশ দু জনকে ধরলেও বুথ লুঠে নীরব ভূমিকায় অভিযুক্ত। সোমবার জেলার শিউলি পঞ্চায়েতে পুলিশ একেবারে দাবাং ভূমিকায় নামল।

শিউলি গ্রাম পঞ্চায়েতে পুর্ননির্বাচন চলাকালীন বেশ কয়েকজন যুবক বাইক নিয়ে ওই এলাকার বুথের দিকে ধেয়ে আসে। অভিযোগ তারা তৃণমূলের কর্মী। একের পর এক বাইক ধেয়ে আসতে দেখে তাদের তান্ডব থামাতে পুলিশ তৎপর হয়। তারপর তারা ওই বাইক বাহিনীকে ধাওয়া করে। তার মধ্য থেকে বেশ কয়েকজন পালিয়ে গেলেও, কয়জনকে আটক করেছে পুলিশ। এরপর শুরু হয় তাদের জিজ্ঞাসাবাদ। তবে গোটা বিষয় অস্বীকার করেছে ওই যুবকরা।

ভোট লুঠে লাগাতার তাণ্ডবকে লাগাম দিতে তৎপরতার সঙ্গে কাজ করছে পুলিশ প্রশাসন। যাতে ভোট গ্রহণ কেন্দ্রে কোনো ভোটারদের সমস্যা সম্মুখীন হতে না হয়। বিরোধী দল বিজেপি প্রায় দশ হাজার বুথে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, প্রচুর বুথে ভোট লুট হয়েছে।

পুর্ননির্বাচনে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবার জন্য বামফ্রন্ট, রাজ্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর চিঠিতে লিখেছেন নির্বাচন কমিশনের হাতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী রয়েছে। ভোট নেওয়া হবে এমন এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি এবং বুথে বুথে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।

পুনঃনির্বাচন হচ্ছে এমন বুথগুলিতে ভোট দান প্রক্রিয়া, যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় সেই আবেদন জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহাকে চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এই চিঠিতে গত ৮ই জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটগ্রহণ পর্বে হিংসাত্মক ঘটনায় মৃত্যু এবং অনেকের গুরুতর জখম হবার কথা উল্লেখ করে অধীর বাবু পুনর্নিবাচনেও যাতে প্রাণহানি না ঘটে তা সুনিশ্চিত করতে কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন।