HomeWest BengalDA case: আরও আড়াই মাস পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি

DA case: আরও আড়াই মাস পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি

- Advertisement -

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন রাজ্যের ডিএ (DA) আন্দোলনকারীরা। প্রায় আড়াই মাস পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি। মামলার পরবর্তী শুনানি হবে গরমের ছুটির পর আগামী ১২ জুলাই।

শীর্ষ আদালত সূত্রে খবর, নতুন বেঞ্চ গঠন করে মামলার শুনানি করা হবে বলে । নভেম্বরে স্পেশ্যাল লিভ পিটিশন (SLP) দায়ের হলেও এপর্যন্ত মাত্র একদিন এই মামলার শুনানি হয়েছে। প্রথম শুনানিতেই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন বিচারপতি দীপঙ্কর দত্ত। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে নতুন করে বেঞ্চ গঠিত হয়।

   

কিন্তু বিচারপতি হৃষিকেশ রায়ও পরে এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেন। এবারে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে বেঞ্চ গঠন হয়।

গত ২১ মার্চ এই বেঞ্চে মামলার প্রথম শুনানি হওয়ার কথা ছিল। দু‌ দফায় পিছিয়ে যাওয়ার পর মামলার শুনানির দিন ঠিক হয়েছিল ২৪ এপ্রিল। কিন্তু একাধিক বিচারপতি করোনা আক্রান্ত হয়ে পড়ায় সেদিনও ডিএ মামলার শুনানি হয়নি। বদলে শুক্রবার ২৮ এপ্রিল শুনানির দিন নির্ধারণ হয়।

এদিনও ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি হল না। মামলা একধাক্কায় প্রায় আড়াই মাস পিছিয়ে দেওয়া হল। এবার ডিএ আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টের শুনানির জন্য অপেক্ষা করবেন, নাকি আন্দোলন চালিয়ে যাবেন, সেটাই‌ এখন বড় প্রশ্ন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular