Satyapal Malik: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপালের বাড়িতে সিবিআই হানা

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের (Satyapal Malik) দিল্লির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হানা (CBI raids)।

Satyapal Malik

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের (Satyapal Malik) দিল্লির বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হানা (CBI raids)। ২৮ এপ্রিল বিমা ‘কেলেঙ্কারি’ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল সিবিআই-এর।

সেই মতো এদিন সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ দিল্লির আরকে পুরম এলাকায় সত্যপাল মালিকের বাসভবনে যান গোয়েন্দারা। জম্মু ও কাশ্মীরের বিমা কেলেঙ্কারি সংক্রান্ত মামলার ফাইলগুলি সরানোর জন্য তাঁকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

বিমা কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়ে সত্যপাল মালিককে জিজ্ঞাসাবাদ করতে সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে যান। সিবিআই সূত্রে খবর, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল এখনও পর্যন্ত মামলার সন্দেহভাজন কেউ নন। এই নিয়ে দ্বিতীয়বার প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে জেরা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । উল্লেখ্য, সত্যপাল মালিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সিবিআই নোটিস দেয় তাঁকে।

নোটিশ পেয়ে টুইট করে তিনি লেখেন, ‘আমি সত্য কথা বলে কিছু লোকের পাপ প্রকাশ করেছি। সম্ভবত সেই কারণেই আমাকে ডাকা হয়েছে। আমি একজন কৃষকের ছেলে, আমি ঘাবড়াব না। আমি সত্যের পক্ষে আছি।’