দিঘার সমুদ্র সৈকত আকর্ষণীয় একটি স্থান। দেশ-বিদেশের পর্যটকের কাছে দিঘার সমুদ্র সৈকতকে আরও আকর্ষণীয় করে তুলতে কয়েকশো কোটি টাকা ব্যয়ে জগন্নাথ মন্দির (Temple) তৈরি করছে রাজ্য সরকার।
মন্দিরটির পবিত্রতা রক্ষা করতে মন্দির লাগোয়া জমিতে কোনও হোটেল তৈরির অনুমতি দেবে না রাজ্য। মন্দিরের আশপাশে বড় হোটেল থাকলে সেখানে মাছ, মাংস-সহ বিভিন্ন আমিষ খাবার পরিবেশন করা হবে।
হোটেলের ঘরে অনেকে মদ্যপানও করবেন। এসব হলে ভক্তদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। সে কথা মাথায় রেখে দিঘায় জগন্নাথ মন্দিরের পাশে একটি সংস্থাকে চারতারা হোটেল তৈরির জন্য জমি লিজ দিয়ে দেওয়ার পরও তা প্রত্যাহার করে নিতে চাইছে সরকার।
সরকার সূত্রে খবর, দিঘায় যেখানে জগন্নাথ মন্দির (Temple) তৈরি হচ্ছে, তার একদম লাগোয়া জমিতে একটি আন্তর্জাতিক হোটেল সংস্থার সঙ্গে একত্রে চারতারা হোটেল নির্মাণের পরিকল্পনা এক বাঙালি শিল্পপতির।
আদৌও মন্দির লাগোয়া অঞ্চলে হোটেল তৈরি হবে কিনা সেই নিয়ে সংশয়ে হোটেল কর্তৃপক্ষ।
Temple : মহাপ্রভুর মন্দিরের পাশে হোটেলের জমি ফেরত নিতে চাইছে সরকার

Advertisements
Advertisements

