টার্গেট TMC শূন্য বিধানসভা! মুকুলের নেতৃত্বে পাঁচ বিধায়কের সাথে ‘পাকা কথা’ বিজেপির

মুকুলের নেতৃত্বে ৫ জন TMC বিধায়ক বিজেপি যোগদানের জন্য পাকা কথা দিয়েছেন। যে কোনওদিনই এই বিধায়করা সরাসরি দলত্যাগ করবেন। তাদের সাথে বিজেপি সর্বভারতীয় নেতারা সরাসরি যোগাযোগ রেখে চলেছেন।

Mamata Banerjee to campaign in Tripura

মুকুলের নেতৃত্বে ৫ জন TMC বিধায়ক বিজেপি যোগদানের জন্য পাকা কথা দিয়েছেন। যে কোনওদিনই এই বিধায়করা সরাসরি দলত্যাগ করবেন। তাদের সাথে বিজেপি সর্বভারতীয় নেতারা সরাসরি যোগাযোগ রেখে চলেছেন। এমনই রাজনৈতিক গুঞ্জনে তৃ়ণমূল কংগ্রেস শিবির আলোড়িত। জানা যাচ্ছে এই বিধায়করা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রতি আর আস্থা রাখতে পারছেন না। সূত্রের খবর, তাদের লক্ষ্য তৃণমূল শূন্য বিধানসভা তৈরি করা।

তৃ়ণমূল কংগ্র্সে জাতীয় দলের তকমা হারানোর পর এখন আঞ্চলিক দল। দলনেত্রী তথা মু়খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দল আঞ্চলিক হলেও তার শক্তি কমেনি। এদিকে তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে চলে যাওয়া মুকুল রায় দিল্লিতে গিয়ে জানান, অসুস্থ নই ফিট আছি। তিনি আরও জানান পুরোদস্তুর রাজনীতি শুরু করছেন ফের। একইভাবে আরও এক মুকুল দল বদলানোর খেলায় ফের সামিল বলে জানা যাচ্ছে। তিনি মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের পাঁচ বিধায়কের সাথে বিজেপির যোগাযোগ নিয়ে আলোচনা তীব্র।

উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়ে সর্বশেষ বিধানসভা ভোটে টি়এমসির পাঁচ বিধায়ক জয়ী হন। এদের মধ্যে অন্যতম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। জানা যাচ্ছে তিনি ও বাকি তৃণমূল বিধায়করা ফের দলত্যাগ করতে মরি়য়া।

কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন মুকুল সাংমা। তাঁর নেতৃত্বে মেঘালয়ে কোনও ভোট না লড়ে তৃ়ণমূল কংগ্রেস হয়েছিল প্রধান বিরোধী দল। আর সাম্প্রতিক নির্বাচনে এ রাজ্যে বিরোধী দলের তকমা খুইয়েছে তৃ়নমূল।

শিলংয়ের রাজনীতিতে গুঞ্জন, পাঁচ টিএমসি বিধায়ককে সামিল করিয়ে বিধানসভায় নিজেদের চেহারা বড় করতে চায় বিজেপি। কারণ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্তি দুটি আসন। তবে তৃণমূল বিধায়কদের টেনে নেওয়ার বিষয়ে বিজেপি নীরব।

এদিকে মেঘালয়ের মন্ত্রী এএল হেক জানাচ্ছেন, বিজেপিতে মিশে যেতে টিএমসির আলোচনা সদর্থক। হেক দাবি করেছেন, তিনি টিএমসি মেঘালয় সভাপতি চার্লস পিংগ্রোপ এবং মুকুল সাংমার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন।