Weather: স্বাভাবিকের থেকে নামল তাপমাত্রার সূচক, কিন্তু অব্যহত গরম

ক্রমশই বাড়ছে গরম। কিন্তু মঙ্গলবার শহরবাসীকে স্বস্তি দিয়ে সামান্য কমল তাপমাত্রা। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। Advertisements আবহাওয়া দপ্তর সূত্রে খবর,…

ক্রমশই বাড়ছে গরম। কিন্তু মঙ্গলবার শহরবাসীকে স্বস্তি দিয়ে সামান্য কমল তাপমাত্রা। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisements

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী তিনদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার খুব এখটা হেরফের হবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকালের থেকে বেশ খানিকটা কমেছে সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। তবে দিনের সর্বনিম্ন তাপমাত্রা গতকালের থেকে সামান্য বেড়েছে। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাস্পের সর্বোচ্চ পরিমাণা ৮৯ শতাংশ, সর্বনিম্ন ৩২ শতাংশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ থাকবে মেঘমুক্ত ও পরিষ্কার। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল থেকে পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ ও হিমাচল প্রদেশ হতে পারে তুষারপাত। দক্ষিণ ভারতে নিম্নচাপের জেরে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও পন্ডিচেরিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।