মাধ্যমিক দিতেই গেল না অনেক পরীক্ষার্থী, দ্বিতীয় পত্রের পরীক্ষা আজ

মাধ্যমিকের দ্বিতীয় পত্রের পরীক্ষা মঙ্গলবাক। অনেক পরীক্ষার্থী সোমবার প্রথম পত্র বাংলার পরীক্ষা আশানুরূপ হয়নি। তবে দ্বিতীয় পত্র ইংরাজি নিয়ে আশাবাদী পরীক্ষার্থীরা। সোমবাপ ছিল মাধ্যমিকের প্রথম…

exam

মাধ্যমিকের দ্বিতীয় পত্রের পরীক্ষা মঙ্গলবাক। অনেক পরীক্ষার্থী সোমবার প্রথম পত্র বাংলার পরীক্ষা আশানুরূপ হয়নি। তবে দ্বিতীয় পত্র ইংরাজি নিয়ে আশাবাদী পরীক্ষার্থীরা।

সোমবাপ ছিল মাধ্যমিকের প্রথম পরীক্ষা। কিন্তু এ বছর বহু পরীক্ষার্থী পরীক্ষাই দিতে আসেনি। সব জেলাতেই এই ছবি ধরা পড়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত বছর করোনার জন্য পরীক্ষা হয়নি। আনেকেই ভেবেছিল এই বছরও হয়তো তেমনটাই হবে। তাই ফর্ম ফিল আপ করেও অনেকে পরীক্ষা দেয়নি। অনেকে তো আবার স্কুল থেকে অ্যাডমিট কার্ডও নেয়নি।

এ বছর মাধ্যমিক পরী‌ক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। এদের মধ্যে ছাত্রী ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন এবং ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। কিন্তু তার মধ্যে অনেকেই পরীক্ষার হলে ছিল অনুপস্থিত।

করোনার কারণে বাড়ানো হয়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। ২০২২-এ মোট ৮ হাজার ১৫৪ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, এবারে প্রায় ৫০ হাজার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এদিন মাস্ক পরে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা। অনেক পরীক্ষার্থীরই অনভ্যাসের ফলে টানা লিখতে সমস্যা হয়েছে। পারস্পরিক দূরত্ব মেনে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা।