চাকরি দুর্নীতিতে উত্তাল পাহাড়, ‘এজেন্ট মারফত টাকা আসত কলকাতায়’

দার্জিলিং-কালিম্পং দুই জেলার GTA অঞ্চল সরগরম

২০১৭ থেকেই দুর্নীতি চলছে পাহাড়ে এমনই অভিযোগ। এসএসসি দুর্নীতির মামলার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতারের পর সেই অভিযোগ আরও প্রবল। এবার অভিযোগ, প্রাথমিক শিক্ষক এবং এলইডি পদে নিয়োগের জন্য সবচেয়ে বেশী দুর্নীতি হয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। মোটা অঙ্কের বিনিময়ে দেওয়া হয়েছে চাকরি। এবার ঘুষ নেওয়ার সরাসরি অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধেই।

Advertisements

পড়ুন কেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছড়িয়েছে ভয়

   

NBU: মমতা সরকারের আমলে শিক্ষা দফতরে বিপুল দুর্নীতি, গোয়েন্দা নজরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়

সূত্রের খবর, পাহাড়ে টাকা বিনিময়ে চাকরি দেওয়ার জন্য কাজ করত দুই জন এজেন্ট। নামের তালিকা ও চাকরি প্রার্থীদের টাকা কলকাতায় পাঠাত তারা। স্কুল শিক্ষকের জন্য আবেদনকারীদের টাকা সরাসরি আসত কলকাতাতেই৷ সেই এজেন্টদের কারা নিযুক্ত করেছিল সেই প্রশ্ন মাথাচাড়া দিতেই উঠে আসছে একাধিক তৃণমূল নেতার নাম। অভিযোগ, সবার হয়ে নেতা সরাসরি কলকাতায় টাকা পৌঁছে দিত।

চাকরি দুর্নীতিতে উত্তাল পাহাড়, 'এজেন্ট মারফত টাকা আসত কলকাতায়'

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে এখন ইডি হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। তার একাধিক ডেরা থেকে উদ্ধার হওয়া পাঁচ জন চাকরি প্রার্থীদের সুপারিশপত্রে নাম জড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর নাম জড়িয়েছে৷ উত্তরবঙ্গের আর কত জন নেতাদের নাম এই তালিকায় রয়েছে এই প্রশ্নের মাঝেই উঠে এল দুই এজেন্টের নাম৷

কোটি কোটি কালো টাকার পিছনে কয়লা ও গোরু পাচার সংযুক্ত ? পড়ুন:

মমতা সরকারের আমলে কোটি কোটি কালো টাকা শুধু কি শিক্ষক দুর্নীতির?

সূত্রের খবর, গোটা নিয়োগ দুর্নীতি নিয়ে তৎপর হয়েছে ইডি। কলকাতা সহ শহরতলি জুড়ে চলছে তল্লাশি অভিযান। সেখান থেকে বিপুল অঙ্কের নগদ টাকা, সোনার গয়না, বিদেশি মুদ্রা৷ উত্তরবঙ্গে এজেন্টদের খোঁজে খুব শীঘ্রই হানা দেবে ইডির আধিকারিকরা৷ জল্পনা রাজনৈতিক মহলে। কারণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজগুলিতে নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্তে নামছে গোয়েন্দা বিভাগ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements