Suvendu Adhikari: সরকার পড়বে বাংলায়! শুভেন্দুর ডেডলাইনের প্রথম দিনে উত্তেজনা তুঙ্গে

Suvendu Adhikari

চলতি মাসেই ডায়মন্ড হারবারে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারীর সেই সভায় যাওয়ার সময়ই হাটুগঞ্জে শাসক দলের কর্মীদে হাতে আহত হন বিজেপি কর্মীরা। সেই ঘটনার প্রতিবাদে আজ সোমবার হাজরা মোড়ে সভা শুভেন্দু অধিকারীর। সেই সভায় উপস্থিত থাকার কথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। সকাল থেকেই চলছে জোরকদমে প্রস্তুতি। 

Advertisements

উল্লেখ্য,হাজরায় সভা করার সিদ্ধান্ত নিল প্রথমে অনুমতি পাননি বিরোধী দলনেতা। এর পর প্রশাসনের অনুমতি পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। এরপরই কলকাতা হাইকোর্টের তরফে মেলে ১২ ডিসেম্বর হাজরা এবং ২১ ডিসেম্বর কাঁথিতে সভা করার অনুমতি। বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ অনুযায়ী, সভা করতে পারবেন শুভেন্দু তবে উভয় সভাতেই শব্দবিধি মানতে হবে। 

পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমাগত শাসক বিরোধী তরজা বেড়েই চলেছে। কিছুদিন আগেই কাঁথিতে প্রভাত কুমার কলেজের ময়দানে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একই দিনে ডায়মণ্ড হারবারে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বারবার দাবি করেছেন ডিসেম্বরেই বাংলায় সরকার পড়বে। শুধু তাই নয় তিনি তিনটি তারিখ স্পষ্ট করেছেন। আজ সেই তিন দিনের প্রথম দিন,এখন হাজরার সভা থেকে বিরোধী দলনেতা কী বার্তা দেবেন? তা নিয়ে কৌতুহল বাড়ছে রাজনৈতিক মহলের।

Advertisements

যদিও শুভেন্দু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গরে সভা করবেন তখন রাজ্যেই উপস্থিত থাকছেন না মুখ্যমন্ত্রী। আগামী কয়েকদিনের জন্য মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর সফরসঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে এবং মেঘালয়ের মানুষের উদ্দেশ্যে বিরোধী দল তৃণমূলের হয়ে বিশেষ বার্তা দিতেই মুখ্যমন্ত্রীর এই সফর।

তবে পাহাড় প্রমাণ দুর্নীতি এখনও তৃণমূলের পিছু ছাড়ছে না। ৩ ডিসেম্বর শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তাঁর কাছে শাসক দলের দুর্নীতিরমূলক কার্যকলাপের একাধিক তথ্য রয়েছে। এরপর প্রকাশ্য মঞ্চ থেকে দাবি করেছেন আগামী ১২, ১৪ এবং ২১ তারিখের ওপর নজর রাখতে। আজ কী সেই সমস্ত তথ্যের শুভ সুচনা করবেন তিনি? ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।