Sovon-Baishakhi: পার্থ অন্যায়ের ফল ভোগ করছেন বলে দাবি শোভন-ঘনিষ্ঠ বৈশাখীর

প্রথমে দল বদল তারপর ফের পুরানো দলের সাথে ঘনিষ্ঠতা। তবে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়(Sovon Chatterjee)এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়(Baishakhi Banerjee)। একেবারেই যে অরাজনৈতিক…

প্রথমে দল বদল তারপর ফের পুরানো দলের সাথে ঘনিষ্ঠতা। তবে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে রয়েছেন শোভন চট্টোপাধ্যায়(Sovon Chatterjee)এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়(Baishakhi Banerjee)। একেবারেই যে অরাজনৈতিক এমনটাও নয়। মাঝেমধ্যেই বিভিন্ন কার্যকলাপের জন্য তারা চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেই এমনকি বারবার বেশ কিছু রাজনৈতিক ব্যাপারে মন্তব্য করে এসেছেন বঙ্গ রাজনীতির সবচেয়ে চর্চিত এই যুগল।

সম্প্রতি বিজেপির তরফ থেকে রাজ্যে তৃণমূল সরকারের ডেডলাইন সম্পর্কে যে দাবি করা হয়েছে এবং শিক্ষাকে দুর্নীতির জন্য যে হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কার্যকলাপ, একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন শোভন চট্টোপাধ্যায় ও তার প্রেমিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

রবিবার এক দেহরক্ষীর বাড়িতে কালীপুজো উপলক্ষ্যে দেগঙ্গায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায় দাবি করলেন,’ পার্থ চট্টোপাধ্যায় যে অন্যায় করেছে তাঁর ফল তিনি ভোগ করছেন’। সংবাদমাধ্যমের শোভন ও বৈশাখীকে ঘিরে চর্চার শেষ নেই, এই প্রসঙ্গে বৈশাখী বলেন, ‘মিডিয়াতে আমাদের নিয়ে চর্চা বন্ধ হলে আরও বেশি খুশি হব’। তিনি আরো জানান, মানুষের এই যুগলের প্রতি কৌতূহল হোক, ঘৃণা হোক বা ভালবাসা যাই হোক না কেন শিরোনাম থেকে তাদের সরতে দেয় না।

মাস কয়েক আগেই রাজনীতি থেকে অন্তরালে থাকা শোভন চট্টোপাধ্যায় নবান্নে গিয়ে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এরপর ভাইফোঁটার সময় মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ফোঁটা নিতে যান সাধের কানন শোভন চ্যাটার্জি। তখনো সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী।

এখনও তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিবিড় যোগ রয়েছে বলে জানালেন শোভন। একইসঙ্গে কটাক্ষ করতে পিছপা হলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। তিনি বলেন, শুভেন্দু অধিকারী ডিসেম্বর থেকে যে দামামার কথা বলেছে এগুলো কিছুই হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। সন্ত্রাসের রাজনীতি হবে না। একইসঙ্গে দাবি করলেন, নেত্রীর সঙ্গে যোগাযোগ রয়েছে দীর্ঘদিন রাজনীতি করেছি এবং নেত্রীর উন্নয়ন সঙ্গে রয়েছি।